বলিভিয়ায় অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৭, ২০২৪, ১২:২৪ পিএম

বলিভিয়ায় অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টায় সেনাবাহিনীর প্রধান জেনারেল জুয়ান হোসে জুনিগাকে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বুধবার (২৬ জুন) দেশটির রাজধানী লাপাজে প্রেসিডেন্টের বাসভবনে সেনাবাহিনীর সাঁজোয়া যান নিয়ে অভিযান চালায়।

প্রতিবেদনে বলা হয়, লাপাজের ঐতিহাসিক প্লাজা মুরিলো স্কয়ারে জড়ো হতে থাকে সশস্ত্র সৈন্যরা। এ সময় তারা প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটক ভেঙে ফেলার চেষ্টা করে। এ ছাড়া সেখানকার গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে অবস্থান নেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বিদ্রোহী সামরিক অফিসার ইনচার্জ জেনারেল জুয়ান হোসে জুনিগা বলেছিলেন, যে তিনি ‘গণতন্ত্রের পুনর্গঠন’ করতে চান। এরপরই বলিভিয়ার পুলিশ এ অভ্যুত্থানচেষ্টার নেতাকে গ্রেপ্তার করেছে।

এদিকে নতুন সেনাপ্রধান নিয়োগের ঘোষণা দেওয়ার পর সৈন্যরা সেখান থেকে প্রত্যাহার শুরু করেছে। নতুন সেনাপ্রধান হোসে উইলসন সানচেজ বিদ্রোহী সৈন্যদের ব্যারাকে ফিরে যাওয়া নির্দেশ দেন। তারপর থেকে মুরিলো স্কয়ার থেকে সৈন্যরা ট্যাংকগুলো সরিয়ে নেয়।

সেনাবাহিনীর এ কার্যকলাপকে ‘অভ্যুত্থানচেষ্টা’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্চি। প্রেসিডেন্ট প্রাসাদের ভেতর থেকেই টেলিভিশন বার্তায় তিনি জনগণকে গণতন্ত্রের পক্ষে সংগঠিত ও সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Link copied!