সংগৃহীত ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউই কাউন্টিতে সৃষ্ট দাবানলের এক সপ্তাহ পার হলেও এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশ মানুষ।মাউই দ্বীপের দাবানলে লাহাইনা শহরের পুড়ে যাওয়া এলাকাগুলোর ২৫ ভাগ অংশে তল্লাশি চালিয়েছেন উদ্ধারকারীরা। গতকাল সোমবার পর্যন্ত তারা দাবানলে মৃত আরও একজনের খোঁজ পেয়েছেন। এনিয়ে দ্বীপটিতে মৃত বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে।
স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে মাউইতে দাবানল শুরু হলে পাশ দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ডোরার বাতাসের তোড়ে অল্প সময়ের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে।মাউই দ্বীপের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, মাউইর ঐতিহাসিক শহর লাহাইনায় ছড়িয়ে পড়া দাবানলে ব্লকের পর ব্লক পুড়ে ছাই হয়ে যায়। হাওয়াইয়ের গভর্নর যশ গ্রিন জানিয়েছেন, এক পর্যায়ে তাপমাত্রা ৫৩৮ সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল।
শতাধিক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী এ দাবানলে ২২০০টিরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন হাওয়াইয়ের গভর্নর যশ গ্রিন। এসব ভবনগুলোর ৮৬ ভাগই আবাসিক ছিল। অঅর দাবানলে ক্ষতির পরিমাণ ৫৫০ কোটি ডলার ছাড়িয়েছে।
এক সংবাদ সম্মেলনে মাউই কাউন্টির পুলিশ প্রধান জন পেলেটিয়ার জানান, আসছে রবিবারের মধ্যে ৮৫ থেকে ৯০ শতাংশ তল্লাশি সম্পন্ন হবে বলে কর্মকর্তারা আশা করছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ধাতুর কাঠামোগুলোও গলে গেছে। একারণে তাই নিহতদের দেহাবশেষ খুঁজে পাওয়া গেলেও সেগুলো শনাক্ত করা খুব কঠিন হচ্ছে।
দাবানলের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। লাহাইনার অনেক বাসিন্দার অভিযোগ, তারা শহরজুড়ে আগুন ছড়িয়ে পড়ার আগে তারা কোনো সতর্ক বার্তা পাননি। আগুন থেকে বাঁচতে কিছু লোক পাশের প্রশান্ত মহাসাগরে পর্যন্ত ঝাঁপ দিয়েছিলেন।