কোরআন অবমাননা বন্ধ করতে নতুন আইন পাস করছে ডেনমার্ক

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৫, ২০২৩, ০৯:২৪ পিএম

কোরআন অবমাননা বন্ধ করতে নতুন আইন পাস করছে ডেনমার্ক

কোরআন অবমাননা ঠেকাতে একটি আইন প্রস্তাব করতে যাচ্ছে ডেনমার্ক সরকার। বাকস্বাধীনতার নামে প্রকাশ্যে কোরআন পোড়ানোর ফলে মুসলিম দেশগুলোতে যে ক্ষোভ দেখা দিয়েছে, তা কমাতেই এ উদ্যোগ নিয়েছে দেশটি।

শুক্রবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত একটি আইন প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড।

পিটার হামেলগার্ড বলেন, সরকার একটি প্রস্তাব পেশ করবে, যা একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বস্তুর প্রতি বিদ্বেষমূলক আচরণ নিষিদ্ধ করবে। প্রকাশ্যে কোরআন পোড়ানো অবমাননাকর ও সহানুভূতিহীন কাজ, যা ডেনমার্ক ও এর স্বার্থের ক্ষতি করে।

তিনি বলেন, এই আইনে প্রকাশ্যে কোরআন, বাইবেল বা তোরাহ পোড়ানোর ঘটনাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি নিজের মতামত প্রকাশে গ্রন্থ পোড়ানোর চেয়ে আরও সভ্য উপায় আছে।

এর আগে গত ১৯ আগস্ট কোরআন পোড়ানো বন্ধ করতে আইন করে পুলিশের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সুইডেন সরকার। সেদিন এক সংবাদ সম্মেলনে দেশটির বিচার বিষয়ক মন্ত্রী গানার স্ট্রমের জানান, কোরআন পোড়ানোর ধারাবাহিক কয়েকটি ঘটনায় নানা ধরনের হুমকিও আসছে, যা সুইডেনের জাতীয় নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আমরা জানি না, এসব হুমকি আদৌ সঠিক, নাকি ফাঁকা বুলি। তবে জাতীয় নিরাপত্তাকে আমরা কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে পারি না।

চলতি বছরের ২৮ জুন পবিত্র ঈদুল আজহার দিন স্টকহোমের প্রধান মসজিদের বাইরে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন সালওয়ান মোমিকা নামের এক ইরাকি অভিবাসী। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে গোটা মুসলিম বিশ্ব।

Link copied!