দাবানলে পুড়ছে কানাডা,ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৯, ২০২৩, ০৫:১৮ পিএম

দাবানলে পুড়ছে কানাডা,ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

সংগৃহীত ছবি

ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা। দেশজুড়ে ১,০৫০ টি দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে ব্রিটিশ কলাম্বিয়া থেকে কুইবেক পর্যন্ত। অবস্থার ভয়াবহতায় কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

মার্কিন সংবাদমাদ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, কানাডায় এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে গ্রিসের চেয়েও বড় আয়তনের এলাকা। প্রাণ বাঁচাতে বিভিন্ন নগরী ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ।

স্থানীয় সময় শুক্রবার কানাডার উত্তরাঞ্চলীয় ইয়েলোনাইফ নগরী ছেড়ে যেতে শুরু করেছে ২০ হাজার মানুষ। ওদিকে, ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল থেকে বাঁচতে প্রায় ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

দ্রুত গতিতে ধেয়ে আসা দাবানলের হুমকির মুখে রয়েছে পশ্চিম কেলোনা শহর। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ডেভিড ইবি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি দ্রুতগতিতে ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা সামনের দিনগুলোতে একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে আছি।”  

শুক্রবার এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে লিখেন, “এই বছর আমরা এখন পর্যন্ত সবচেয়ে খারাপ মৌসুমের সম্মুখিন হচ্ছি। এই দ্রুত চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা প্রাদেশিক জরুরি অবস্থা ঘোষণা করছি।”

ব্রিটিশ কলাম্বিয়ার এই মুখ্যমন্ত্রী বলেন, আরও অনেক বেশি লোককে সরিয়ে নেওয়া হচ্ছে। তিনি ক্ষতিগ্রস্ত শহরের বাসিন্দাদের সতর্ক করে বলেন, জরুরি অবস্থা ঘোষণার পরও যদি লোকজন তা না মেনে চলে তবে জরুরি আদেশে নির্দিষ্ট এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।”

ব্রিটিশ কলাম্বিয়াভিত্তিক গণমাধ্যম কাস্তানিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাকডুগাল ক্রিক নামের দাবানলটি গত ২৪ ঘণ্টায় ৬ হেক্টর থেকে ৬ হাজার ৮০০ হেক্টরে ছড়িয়ে পড়েছে। এমতাবস্থায় সাড়ে চার হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে।

কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়েলোনাইফ নগরীর ২০ হাজার বা প্রায় অর্ধেক লোক আরেকটি বড় ধরণের দাবানলের কারণে বাস্তচ্যুত হয়েছে। দাবানলের কারণে আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ নগর খালি করার নির্ধারিত সময়সীমা পার হয়ে গেছে। কোনো উপায় নো পেয়ে শহরের উপকণ্ঠের দিকে ধেয়ে আসা দাবানল থেকে বাঁচতে বাসিন্দারা আকাশ পথে বা সড়ক ব্যবহার করে শহর ছাড়ার জন্য উঠেপড়ে লেগেছে।

পশ্চিম কেলোনা শহরের ফায়ার সার্ভিসের প্রধান জেসন ব্রোলান্ড দাবানলকে ‘বিধ্বংসী’ বলে বর্ণনা করেছেন।

 কেলোনায় দূর্যোগের জরুরি প্রস্তুতি বিষয়ক মন্ত্রী হারজিৎ সাজজান বলেন, “বাতাসটা খুবই উদ্বেগজনক। আমরা জানিনা পরিস্থিতি কোনদিকে যাচ্ছে। ঘন ঘন দাবানলের শিকার ব্রিটিশ কলাম্বিয়ার বিপদ কীভাবে সামাল দেওয়া যায় সরকার সে পথ খোঁজার চেষ্টা করছে।“

 

Link copied!