ছবি: সংগৃহীত
বিশ্বে অনন্য নজির স্থাপন করেছিলেন ৬২ বছর বয়সের রিচার্ড স্লেম্যান। ইতিহাসে প্রথমবারের মতো তার শরীরেই শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে নতিস্বীকার করলেন তিনি।
শনিবার (১১ মে) পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
চলতি বছর মার্চে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস জেনারেল হাসপাতালে দীর্ঘ ৪ ঘণ্টা অস্ত্রপচারের মাধ্যমে তার শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়। এরপর দুই সপ্তাহ তাকে পর্যবেক্ষণ শেষে এপ্রিলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
তবে তার মৃত্যুর কারণ এখনও জানা সম্ভব হয়নি। শূকরের কিডনি প্রতিস্থাপনের কারণে তার মৃত্যু হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বলা হয়েছে, ম্যাসাচুসেটসের ওয়েমাউথের বাসিন্দা রিচার্ড স্লেম্যান ট্রান্সপ্লান্ট নেওয়ার আগে বছরের পর বছর ধরে টাইপ-২ ডায়াবেটিস (বহুমূত্র বা মধুমেয়) ও উচ্চরক্তচাপে ভুগছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যদিও এর আগে রিচার্ড অন্য একজনের কাছ থেকে কিডনি নিয়েছিলেন। কিন্তু ৫ বছর ভালো থাকার পর তাকে আবার ডায়ালাইসিসে ফিরতে হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
এদিকে রিচার্ড স্লেম্যানের মৃত্যুতে হাসপাতালটির চিকিৎসকরা গভীর শোক প্রকাশ করেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস