বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০ দেশের তালিকা দিল আইএমএফ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২৪, ০৩:৫৮ এএম

বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০ দেশের তালিকা দিল আইএমএফ

সংগৃহীত ছবি

বিভিন্ন দেশের মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে মাথাপিছু জিডিপির সমন্বয় করে বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০ দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যেখানে দেখা গেছে অঢেল সম্পদ থাকা সত্ত্বেও কিছু দেশ চরম দারিদ্র্যের মধ্যে ডুবে আছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সাময়িকী ফোর্বস।

আইএমএফের প্রকাশিত তালিকায় দেখা গেছে, বিশ্বের শীর্ষ দরিদ্র দেশগুলোর ১০টিই আফ্রিকার। এ তালিকায় একদম প্রথমে রয়েছে দক্ষিণ সুদান। এ ছাড়া অন্য ৯টি দেশ হচ্ছে—বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মোজাম্বিক, মালাউই, নাইজার, চাদ, লাইবেরিয়া ও মাদাগাস্কার।

দারিদ্রের শীর্ষে থাকা দক্ষিণ সুদান ২০১১ সালে স্বাধীনতা লাভ করে। তবে দেশটিতে এখনো রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। স্থানীয়দের মধ্যে অব্যাহত সংঘর্ষ ও অপ্রতুল অবকাঠামোর কারণে দেশটিতে জীবনযাত্রার মান খুবই নিম্ন।

দরিদ্র দেশের তালিকায় থাকা অন্যান্য দেশগুলোতেও সংঘর্ষ, অবকাঠামোগত দুর্বলতা, অনাধুনিক কৃষিব্যবস্থা, জনসংখ্যার আধিক্য ও তীব্র খাদ্যসংকট রয়েছে। কঙ্গো ও মোজাম্বিকের মতো বড় বড় দেশগুলোও দারিদ্রের কষাঘাতে জর্জরিত।

আইএমএফ আরও জানিয়েছে, এশিয়ার দেশগুলোর মধ্যে দারিদ্র্যের দিক থেকে শীর্ষে রয়েছে ইয়েমেন। তবে দেশটিতে চলমান সংঘাতের কারণে সঠিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা সম্ভব হয়নি।

Link copied!