ক্রিপ্টো দুনিয়ার শীর্ষ পাঁচ ব্যক্তি

আহসান মুন্না

মার্চ ২২, ২০২৪, ০৪:০০ এএম

ক্রিপ্টো দুনিয়ার শীর্ষ পাঁচ ব্যক্তি

ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রা বা বিট কয়েন, নানা নামে পরিচিত এই মুদ্রা নিয়ে বিশ্ববাসীর আগ্রহ দিন দিন বেড়েই চলছে। কেননা ক্রিপ্টোকারেন্সির দামের উধ্র্বগতির জন্য সহজেই সফলতার মুখ দেখেছেন। গত ১৩ মার্চ এযাবতকালের সর্বোচ্চ মূল্য নির্ধারণ হয়েছিল বিট কয়েনের। রেকর্ড ছাঁপিয়ে ঠেকেছিল ৭৩ হাজার ১৩৫ ডলারে। তবে ১৯ মার্চ বিট কয়েনের মান হ্রাস পেয়ে হয় ৬১ হাজার ৯০০ ডলার। দামের এরকম উঠানামার মধ্যেই আছে ইথিরিয়ামস অন্যান্য ক্রিপ্টো মুদ্রাগুলোও। তবে এই বিট কয়েন নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে একাধিক মত। কারো মতে, এটিই হলো ভবিষ্যতের মুদ্রা ব্যবস্থা আবার কারো মতে এই ধারণ কেবলই হুজুগ। মতপার্থক্য থাকলেও ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের পরিমান ক্রমাগতভাবে বেড়েই চলছে। এই প্রতিবেদনে উপস্থাপন করা হচ্ছে এমনই পাঁচ বিনিয়োগকারীকে। শুধু বিনিয়োগই করেই নয়, এই প্রক্রিয়ার শীর্ষস্থানে নিয়ে গেছেন নিজেদের। আমরা জানবো এই পাঁচ ব্যক্তি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং জনসাধারণকে কীভাবে সহায়তা করেন।

১। ভিটাক বুটেরিন

ইথেরিয়ামের সহ-প্রতিষ্ঠাতা ভিটাক বুলেরিন, ক্রিপ্টো জগতে সর্বাধিক পরিচিত একটি নাম। স্মার্ট কন্টাক্ট এবং ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনের জন্য ইথেরিয়াম প্ল্যাটফর্মকে নিয়ে তার দূরদৃষ্টি কেবল ইথেরিয়ামকেই নয় বদলে দিয়েছে গোটা ব্লকচেইন দুনিয়াকেও। এর ফলে বিকেন্দ্রীকৃত ডিজিটাল অর্থনীতি বা ডি-ফাই এবং এনএফটির জন্য খুলে যায় ব্যাপক সম্ভবনার দ্বার

২। শেংজেন জাও

বিশ্বের সব চাইতে বড় ও প্রভাবশালী ক্রিপ্টো এক্সচেইঞ্জ কোম্পানির নাম বিনায়েন্স, এই প্রতিষ্ঠানের সিইও হলেন এই শেংজেন জাও। তার নেতৃত্বে কোম্পানিটি একটি বৃহৎ পরিসরে ক্রিপ্টো লেনদেনের বিভিন্ন সেবা দেওয়ার মাধ্যেমে ডিজিটাল কন্টেন্টকে সম্পদে রূপান্তরণে বিশাল সুযোগ সৃষ্টি করেন।

৩। মিশেল সায়লর

২০২০ সালে বেশ বড় আকারে বিটকয়েন কিনতে শুরু করলে আলোচনার কেন্দ্রে পরিণত হন মাইক্রো স্ট্র্যাটেজি নামের কোম্পানি। এই কোম্পানির সিইও হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মিশেল সায়লর। প্রাতিষ্ঠানিকভাবে ক্রিপ্টোর মতো অপেক্ষাকৃত নতুন মুদ্রা ব্যবস্থা বিনিয়োগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। যা বিশ্বব্যাপী অন্যান্য বিনিয়োগকারীকেও আকৃষ্ট করেছে।

৪। গ্রেভিন উড

ইথেরিয়ামের সহ-প্রতিষ্ঠাতা গ্রেভিন উড, যিনি পলকাডট প্রযুক্তিটির উন্নয়নে অগ্রণীর ভূমিকা পালন করেছেন। শুনতে পলকা হলেও মাল্টি-চেইন ইন্টারঅপারেবিলিটি ঘরাণার প্রযুক্তিটি বিভিন্ন ডেভেলোপার এবং প্রোজেক্টকে আকৃষ্ট করে ক্রিপ্টো দুনিয়ার ভোল পালটে দিয়েছে অনেকটাই।

৫। ব্রায়ান আর্মস্ট্রং

ডিজিটাল সম্পদ কেনা বেঁচার শীর্ষ প্লাটফর্ম কয়নবেসের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ব্রায়ান আর্মস্ট্রং। তার নেতৃত্বে পৃথিবীর লাখ লাখ মানুষের কাছে ক্রিপ্টো কেনা বেঁচার সুযোগ তৈরি করে দেয় কয়েনবেইস।

Link copied!