অকাস চুক্তি: যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সাথে সম্পর্কের তলানীতে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৪:৫৯ পিএম

অকাস চুক্তি: যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সাথে সম্পর্কের তলানীতে ফ্রান্স

অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরীর প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত অকাস (AUKUS) নিরাপত্তা চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ফ্রান্সে। দেশটি অকাস জোটের দুই দেশ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে ফরাসী রাষ্ট্রদূতদের দেশে ডেকে পাঠিয়েছে।

অকাস চুক্তির ফলে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ প্রযুক্তি হস্তান্তর করবে। একারণে অস্ট্রেলিয়া ফ্রান্সের সঙ্গে করা প্রায় ৫ হাজার কোটি ডলার ব্যায়ে ১২ টি সাবমেরিন কেনার যে যুক্তি করেছিল তা বাতিল করেছে। আর এতেই খেপেছে ফ্রান্স। এই ঘটনাকে ফ্রান্স পেছন থেকে ছুরি মারা বলে আখ্যায়িত করেছে। বিশ্ব মঞ্চে এই তিন দেশের সম্পর্ক অনেকদির পর এমন শীতল পর্যায়ে গেল।

ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী ক্লেমেন্ট বিয়ানু বলেন, ‘আমরা (ইউরোপীয় ইউনিয়ন) অস্ট্রেলিয়ার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তির চেষ্টা করছি। কিন্তু অকাসের এমন ঘটনার পর আমরা তাদের কিভাবে বিশ্বাস করবো তা বুঝতে পারছি না’।

তবে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরিস পেইন বলেন, অস্ট্রেলিয়া ফ্রান্সের বিরক্ত হবার কারণ বুঝতে পারছে। তবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমাদের স্বার্থ বজায় রাখতে যা যা করা দরকার তা থেকে আমরা পিছু হটবো না। এসময় তিনি আরো বলেন, আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের সম্পকর্  উন্নয়নে আমরা চেষ্টা করে যাব।

বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার এই জোটকে চীন ঠেকানোর প্রচেষ্টা হিসেবেই দেখছেন। এদিকে চীন এই চুক্তির নিন্দা জানিয়ে বলেছে, ‘পশ্চিমা দেশগুলো এখনো স্নায়ুযুদ্ধের সময়কার মানসিকতা ধারণ করে’।

উল্লেখ্য এর আগে, ১৯৫৬ সালে সুয়েজ সংকট এবং ২০০৩ সালে ইরাক আক্রমণের সময় ব্রিটেন-ফ্রান্সের মধ্যকার সম্পর্ক এমন তলানিতে ঠেকেছিল।

Link copied!