আইএমএফ থেকে ৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৩০, ২০২৩, ০৮:২৮ পিএম

আইএমএফ থেকে ৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে তিন বিলিয়ন ডলার ঋণ পেতে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে প্রাথমিক স্তরের চুক্তি সম্পন্ন হয়েছে। এই ঋণ দেশটির অর্থনৈতিক সংকট দূর করে সার্বভৌম ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি কমাবে এই প্রত্যাশা করছে বৈশ্বিক অর্থনীতি বিশ্লেষকরা।

শুক্রবার (৩০ জুন) এই চুক্তির প্রেক্ষিতে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বার্তাসংস্থা রয়টার্সকে জানান, পাকিস্তান আইএমএফ থেকে শিগগিরই চুক্তির আনুষ্ঠানিক নথি পাবে।

আইএমএফ বোর্ডের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত চুক্তির পরে, পাকিস্তান নয় মাসে এই ঋণ পেতে পারে।

গত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন, অনিচ্ছা সত্ত্বেও দেশের সংকটাপন্ন অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে আইএমএফের কঠোর শর্ত গ্রহণে বাধ্য হচ্ছে পাকিস্তান।

বিশেষজ্ঞরা বলছেন, যত দ্রুত সম্ভব পাকিস্তানের অর্থ দরকার। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুরতাজা সৈয়দ রয়টার্সকে জানিয়েছিলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটপূর্ণ অবস্থায় পৌঁছে যাওয়ায় ঋণ না পেলে ধুঁকতে হবে পাকিস্তানকে।

Link copied!