আফগান শরনার্থীদের আশ্রয় দিতে জাতিসংঘের আহবান

ডেস্ক রিপোর্ট

আগস্ট ১৭, ২০২১, ০৭:৩৭ পিএম

আফগান শরনার্থীদের আশ্রয় দিতে জাতিসংঘের আহবান

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসায় দেশটির উদ্ভূত পরিস্থিতিতে দেশটি থেকে শরণার্থী নেওয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি আফগানদের নির্বাসিত করা থেকে বিরত থাকার জন্যও তালেবানের প্রতি আহবান জানায়  সংস্থাটি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের টুইটের বরাত দিয়ে কাতাভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জজিরার খবরে এ তথ্য জানানো হয়।

টুইটবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে আফগানিস্তানের ঘটনাগুলো সারাবিশ্ব অবলোকন করছে। আফগানরা জানে প্রজন্ম ধরে যুদ্ধ আর কষ্টের কথা। তারা আমাদের পূর্ণ সমর্থন পাওয়ার যোগ্য। এখনই সহমর্মিতার উপযুক্ত সময়।’

এর আগে,যুক্তরাষ্ট্রের কিছু আফগান মিত্রকে সাময়িকভাবে বাংলাদেশে স্থান দেওয়ার অনুরোধ করেছিল মার্কিন কর্তৃপক্ষ। তবে সেই অনুরোধ প্রত্যাখান করে ঢাকা। সোমবার (১৬ আগস্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

ওই সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'মার্কিন প্রশাসন আমাদের বলেছে, আফগানিস্তানে তাদের বন্ধু-প্রতীম অনেক লোক আছে। যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন দেশে স্থানান্তরিত করছে। বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। আশ্রয়দাতা হিসেবে বংলাদেশের সুনাম রয়েছে। ফলে এসব আফগান নাগরিককে সাময়িক আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।'

আব্দুল মোমেন আরও বলেন, 'আমরা তাদের জিজ্ঞাসা করলাম, কোন কোন দেশে তাদের আশ্রয় দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র দেশগুলোর নাম বলতে পারলো না। কতজন আফগান নাগরিককে, কতো দিনের জন্য আশ্রয় দিতে অনুরোধ করা হয়েছে জানতে চাইলে তারা বলেন, সাময়িক আশ্রয় দিতে হবে। আমরা এসব শুনে বলে দিয়েছি যে, রোহিঙ্গাদের নিয়েই হিমশিম খাচ্ছি। ছোট দেশ হিসেবে আমাদের জনসংখ্যাও বেশি। নতুন করে কাউকে আশ্রয় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।'

Link copied!