আহমেদাবাদে সন্ত্রাসী হামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৯:৫০ পিএম

আহমেদাবাদে সন্ত্রাসী হামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড

ভারতের সাংস্কৃতিক ও বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত গুজরাটের আহমেদাবাদে বিস্ফোরণের ঘটনায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার গুজরাটের একটি বিশেষ আদালত অভিযুক্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এনডিটিভিসহ বেশ কয়েকটি ভারতেীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গুজরাটের বিশেষ আদালতের বিচারক এআর প্যাটেল শুক্রবার এ মামলার রায় ঘোষণা করেন। দোষী সাব্যস্ত বাকি ১১ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০০৮ সালের ২৬ জুলাই তারিখে ৭০ মিনিটের ব্যবধানে শহরের বিভিন্ন এলাকায় ২১টি বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মোট ৫৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিল। এ হামলার ঘটনায় জঙ্গি গোষ্ঠী হরকাতুল-উল-জিহাদ-আল-ইসলামি জড়িত থাকার দাবি করেছিল। পরে পুলিশের তদন্তে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

২০০৯ সালের ডিসেম্বরে গুজরাটের আদালতে ৭৮ জনের বিচার শুরু হয়; এদের মধ্যে একজন রাজসাক্ষী হতে রাজি হলে আসামির তালিকা থেকে তার নাম বাদ পড়ে। বিচার শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত ৭৭ জনের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেন। বাকিরা খালাস পান।

নিষিদ্ধঘোষিত সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) শাখা ইন্ডিয়ান মুজাহেদিনের (আইএম) সঙ্গে সংশ্লিষ্টরা প্রায় ১৪ বছর আগের ওই ধারাবাহিক বোমা হামলায় জড়িত ছিল বলে দাবি পুলিশের। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ২০০২ সালে গুজরাটের গোধরাকাণ্ড পরবর্তী দাঙ্গার প্রতিশোধ নিতেই আইএমের সন্ত্রাসীরা আহমেদাবাদজুড়ে বোমা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়িত করে।

Link copied!