ইউক্রেনের স্বাধীনতা দিবসে রেল স্টেশনে হামলায় শিশুসহ ২২ জন নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২২, ১১:০০ এএম

ইউক্রেনের স্বাধীনতা দিবসে রেল স্টেশনে হামলায় শিশুসহ ২২ জন নিহত

রাশিয়ার সেনাবাহিনীর ইউক্রেনে হামলা চালানোর ছয় মাস পূর্ণ হওয়ার দিনে একটি রেল স্টেশনে রকেট হামলায় এক শিশুসহ ২২ জন নিহত হয়েছেন। এ হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও দ্য গার্ডয়ানের প্রতিবেদনে বলা হয়,  স্থানীয় সময় গতকাল বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলাইনের একটি রেল স্টেশনে রকেট হামলা চালায় রুশ বাহিনী।  হামলায় একটি গাড়িতে পুড়ে পাঁচজন মারা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই হামলার তথ্য জানান। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

তবে এই হামলার বিষয়ে রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। দেশটি বারবার বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর কথা অস্বীকার করে আসছে।

বুধবার ইউক্রেন স্বাধীনতা দিবস উদযাপন করেছে। এর আগে জেলেনস্কি আশঙ্কা করে বলেছিলেন, রাশিয়া উদযাপন ব্যাহত করার জন্য ‘বর্বর’ কিছু করতে পারে।

বুধবার গভীর রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘে দেওয়া ভাষণে বলেন, রকেটগুলো পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক থেকে প্রায় ১৪৫ কিলোমিটার পশ্চিমে চ্যাপলিন শহরের রেল স্টেশনে একটি ট্রেনে আঘাত হানে।

উদ্ধারকারীরা কাজ করছে, তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Link copied!