জুন ১১, ২০২১, ০৮:৩২ পিএম
ইরানে মোসাদের গোপন এক অভিযানের তথ্য জানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন ইসরাইলের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থাটির বিদায়ী প্রধান ইয়োসি কোহেন। ২০১৮ সালে চালানো এক অভিযানে ইরানের পরমাণু কার্যক্রমের প্রচুর তথ্য চলে যায় ইসরাইলের কাছে, যা সম্ভব হয়েছিলো কোহেনের এই অপারেশনের কারণে।
সাক্ষাৎকারে ইরানের নাতানজ নামক পারমানবিক গবেষণা কেন্দ্র ধ্বংস এবং দেশটির পারমানবিক বিজ্ঞানীর মৃত্যুতে ইসরাইলের সম্পৃক্ততার বিষয়েও ইঙ্গিত প্রদান করেন কোহেন।
গত সপ্তাহে মোসাদের প্রধান পদ থেকে অবসরে গিয়েছেন কোহেন। 'চ্যানেল ১২'-এর 'উভদা' ডকুমেন্টরি অনুষ্ঠানে সাংবাদিক ইলান দায়ানের কাছে এই অপারেশনের কথা জানান তিনি যা গেলো বৃহস্পতিবার ইসরাইলের টেলিভিশন চ্যানেল সম্প্রচার করা হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ২০১৫ সালে কোহেনকে মোসাদের প্রধান হিসেবে নিয়োগ দেন।
লন্ডন ইউনিভার্সিটিতে অধ্যয়ন শেষে ১৯৮২ সালের মোসাদে যোগ দেন কোহান। বিভিন্ন স্পাই মুভিতে দেখা নায়কদের মতই তার কাছে 'শত শত' পাসপোর্ট ছিলো বলে জানান তিনি। তবে সাক্ষাৎকারের সবচাইতে উল্লেখযোগ্য অংশ ছিলো ইরানের পরমাণু গবেষণা ও কার্যক্রম বিষয়ক তথ্য চুরির বিষয়টি। ২০১৮ সালে নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যগুলো প্রথম প্রকাশ করেন। ইসরাইলের প্রধানমন্ত্রী সে সময় দাবি করেন, গোপনে পরমাণু অস্ত্র নিয়ে গবেষণা ও পরীক্ষা চালিয়ে যাচ্ছে ইরান এবং দেশটি তার পরমাণু কার্যক্রম নিয়ে যেই সততার দাবি করছে, তা সত্য নয়। এর প্রমাণ আমার কাছে রয়েছে।
কোহেন জানান, দুই বছরের পরিকল্পনার ফসল ছিলো এই অপারেশন। এদিকে তার সাক্ষাৎকার নেয়া ইলান জানান, এই অপারেশনে মোসাদের ২০জন এজেন্ট কাজ করেছিলো, যাদের কেউই ইসরাইলের নাগরিক ছিলো না।
তাল আবিবের একটি কমান্ড সেন্টার থেকে পুরো অপারেশন পর্যবেক্ষণ করেন কোহেন। একটি গুদামে হামলা চালিয়ে কমপক্ষে ৩০টির বেশি তালা ভেঙ্গে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়। টাইমস অব ইসরাইলকে কোহেন বলেন, 'এই অপারেশন চলাকালে আমরা সকলেই বেশ উত্তেজিত ছিলাম। এই অপারেশনে যুক্ত কেউই আহত হয়নি এবং ভালো আছে, যদিও পরবর্তীতে তাদের কাউকে কাউকে ইরান থেকে সরিয়ে নিতে হয়েছে আমাদের।'
এর আগে কখনই মোসাদের কোন সাবেক প্রধানকে এভাবে সাক্ষাৎকার দিতে দেখা যায়নি। সেই সঙ্গে তিনি যেই তথ্য প্রকাশ করছেন তাও মোসাদের যে কোন সাবেক কর্মকর্তাদের কাছ থেকে কখনও মেলেনি বলে জানিয়েছে বিবিসি।
সূত্র: বিবিসি