ইয়েমেনে ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে ৮৫ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২৩, ১০:০৬ এএম

ইয়েমেনে ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে ৮৫ জনের মৃত্যু

পবিত্র রমজান উপলক্ষে ত্রাণ দেওয়া হচ্ছে খবর পেয়ে ইয়েমেনের রাজধানী সানাতে একটি বিদ্যালয়ে জড়ো হয় হাজারো মানুষ। সেখানে বিশৃঙখলা সৃষ্টি হলে পদদলনে অন্তত ৮৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ৩২২ জন। 

বুধবার (১৯ এপ্রিল) ইয়েমেনের হুতি গোষ্ঠী নিয়ন্ত্রিত গণমাধ্যম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

হুতি নিয়ন্ত্রিত এলাকার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ত্রাণ দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে রাজধানী সানার একটি বিদ্যালয়ে সমবেত হন বিপুল সংখ্যক মানুষ। সেখানেই ঘটে পদদলনের ঘটনা।  

হতাহতের সংখ্যা নিশ্চিত করে সানার হুতি প্রশাসনের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বাব আল-ইয়েমেন এলাকায় পদদলিত হয়ে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩২২ জনেরও বেশি।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবদেল রাহমান আহমেদ এবং ইয়াহিয়া মোহসেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, প্রথমদিকে বিপুল সংখ্যক মানুষ বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়। কোনোভাবেই শৃঙ্খলায় আনতে না পেরে সেখানে উপস্থিত হুতি বাহিনীর সশস্ত্র সদস্যরা ফাঁকা গুলি চালায়। যা বিদ্যুতের তারে গিয়ে আঘাত হানে এবং ব্যাপক বিস্ফোরণ হয়। এতে লোকজন ভয়ে ছত্রভঙ্গ হয়ে পড়তে গিয়ে অনেকেই পদদলিত হন।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠে কয়েক ডজন মানুষ পড়ে আছেন। কেউবা নিথর, আবার কেউবা সাহায্যের জন্য চিৎকার করে আবেদন করছেন। হুতি কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে।

সানার জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা মোতাহের আল মাউরুনি মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকেই ইয়েমের রাজধানী সানা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। সৌদি সমর্থিত ইয়েমেন সরকার এবং হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত দেড় লাখ মানুষ প্রাণ হারিয়েছে।

Link copied!