এবার জাপানে আঘাত হানল ৬.১ মাত্রার ভূমিকম্প

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৮:২২ পিএম

এবার জাপানে আঘাত হানল ৬.১ মাত্রার ভূমিকম্প

এবার জাপানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানল। হোক্কাইডো প্রদেশে শনিবার রাতে আঘাত হানে ভূমিকম্পটি। তবে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি। প্রসঙ্গত, জাপানে  ভূমিকম্প ও সুনামীর জন্য পরিচিতি আছে। 

২০১১ সালের ১১ মার্চে জাপানে দুপুর দুইটা ৪৬ মিনিটে আঘাত হেনেছিল ভূমিকম্প পরবর্তী সুনামি। প্রশান্ত মহাসাগরে আঘাত হানা প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে ওঠেছিল জাপান। ভূমিকম্পের প্রভাবে দেখা দেয় ভয়ংকর সুনামি। সেই প্রলয়ংকরী সুনামির তোড়ে ভেসে যায় বহু প্রাণ, ঘরবাড়ি, স্থাপনা। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ছড়িয়ে পড়ে ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি। চারদিকে হাহাকার, কে বাঁচায় কার প্রাণ! 

বার্তা সংস্থা এএফপির খবরে তখন জানানো হয়, ওই ভূমিকম্প-সুনামিতে প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়।

তবে শনিবারের ভূমিকম্পের বিষয়ে ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর আর্থ সায়েন্স অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স (এনআইইডি) জানায়, ভূমিকম্পটি নেমুরো উপদ্বীপের ৬১ কিলোমিটার গভীরে আঘাত হানে। এতে সুনামির আশংকা নেই। 

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় জাপানে ভূমিকম্প সাধারণ ঘটনা। এ কারণে দেশটির অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়, যেন প্রচণ্ড কম্পনেও ভবনের কিছু না হয়। ভবন নির্মাণ আইন মানা হচ্ছে কি না, মহড়ার মাধ্যমে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।

 

Link copied!