কপ-২৬ ব্যর্থ হয়েছে: গ্রেটা থুনবার্গ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৬, ২০২১, ০৬:২১ পিএম

কপ-২৬ ব্যর্থ হয়েছে: গ্রেটা থুনবার্গ

স্কটল্যান্ডে পৃথিবীকে বাঁচানোর সম্মেলন (কপ-২৬) বা 'কনফারেন্স অব দ্য পার্টিজ' ব্যর্থ হয়েছে। জাতিসংঘের এই উদ্যোগটি থেকে এবার কিছুই মেলেনি। এমনটাই মনে করছেন বিশ্বব্যাপী আলোচিত তরুণ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্বনেতাদের ওই সম্মেলনকে অনেকে এবার পৃথিবীকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে দেখছিলেন। 

শুক্রবার স্কুল বাদ দিয়ে গ্লাসগোতে হাজারো কিশোর-তরুণের এক মিছিলের পর জর্জ স্কয়ারে আয়োজিত সমাবেশে এই সুইডিশ জলবায়ুকর্মী আরও বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব যদি মোকাবেলা করতে হয়, কার্বন গ্যাসের নির্গমন এখনই বড় মাত্রায় কমানো দরকার, যা আগে কখনও হয়নি।  

থুনবার্গের অনুসারী তরুণ পরিবেশবাদীদের সংগঠন ফ্রাইডেস ফর ফিউচারে স্কটল্যান্ড শাখা এ কর্মসূচির আয়োজন করেছিল। গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনের মধ্যে পরিবেশবাদীদের আয়োজিত সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ ছিল এটা। 

গ্রেটা থুনবার্গ বলেন, “কপ২৬ যে ব্যর্থ হয়েছে, সেটা আর গোপন কিছু নয়। যে প্রক্রিয়ায় আজ আমরা এই দুর্বিপাকের মধ্যে পড়ে গেছি, সেই একই প্রক্রিয়ায় যে আমরা সেখান থেকে উদ্ধার পাব না, এটা তো জানা কথা।” 

কার্বন নিঃসরণ কমানোর দাবিতে ক্লাস বর্জন করে ২০১৮ সালে সুইডিশ পার্লামেন্টের সামনে অবস্থান নিয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন গ্রেটা থুনবার্গ, তখন তার বয়স মাত্র ১৫। খুব অল্প সময়ের মধ্যেই তার মাধ্যমে তরুণদের মধ্যে জলবায়ু রক্ষার আন্দোলন ছড়িয়ে পড়েছে।

গ্লাসগোর বিক্ষোভ সমাবেশে থুনবার্গ বলেন, ক্ষমতাসীনরা কল্পনার রঙিন বুদবুদের মধ্যে নিজেদের লুকিয়ে রাখতে পারেন; তারা ভাবতে পারেন যে কোনো একটি গ্রহে হঠাৎ করেই একদিন অলৌকিক কিছু ঘটে যাবে, প্রযুক্তির এমন শক্তি মানুষ পেয়ে যাবে যে আজকের সব সঙ্কট নিমেষেই কেটে যাবে।

“কিন্তু তারা যখন সেই স্বপ্নে বিভোর, এই পৃথিবী তখন আক্ষরিক অর্থেই পুড়ছে। সবচেয়ে ঝুঁকিতে আছে যারা, এরই মধ্যে তাদের বইতে হচ্ছে জলবায়ু সঙ্কটের ক্ষত। জাতিসংঘের এই জলবায়ু সম্মেলন আসলে ছিল কার্বন দূষণকারী দেশগুলোর ‘আগের মতই চলার’ দুই সপ্তাহব্যাপী এক উদযাপন এবং নিজেদের সুবিধার জন্য নতুন নতুন ‘ছিদ্র তৈরির’ আসর।’’  

“আমাদের সম্রাটদের গায়ে যে আসলে কাপড় নেই, সেটা আমরা ভালোই জানি।” যোগ করেন গ্রেটা।

বিভিন্ন দেশের আরও কয়েকজন পরিবেশবাদী ও জলবায়ু কর্মী এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে তাদের দেশ কীভাবে ক্ষতির মুখে পড়তে শুরু করেছে, সে কথা তারা তুলে ধরেন তরুণ অ্যাক্টিভিস্টদের সামনে।

সূত্র: বিবিসি ও রয়টার্স

 

Link copied!