করোনা টিকাদানে ১০০ কোটির মাইলফলকে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ০৬:১৯ পিএম

করোনা টিকাদানে ১০০ কোটির মাইলফলকে ভারত

মহামারি করোনাভাইরাসের টিকাদানে একশো কোটির মাইলফলক ছুঁয়েছে ভারত। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে করোনা টিকাদানে  একশো কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়েছে ভারত। এর আগে গত জুনে এই মাইলফলক পেরিয়েছে চীন।

গত ৬ আগস্টের মধ্যে দেশটির ৫০ কোটি নাগরিককে টিকা দেওয়া হয়েছিলো। পরবর্তী ৫০ কোটি টিকা দিতে সময় লেগেছে মাত্র ৭৬ দিন। এছাড়া বৃহস্পতিবার ফের আড়াই কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

                 ছবি: আনন্দবাজার

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিনে এক দিনে আড়াই কোটি টিকাদানের রেকর্ড করেছিল দেশটি।

টিকাদানের হিসাবে শীর্ষে রয়েছে ভারতের উত্তরপ্রদেশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজ্যটিতে ১২ কোটি ২১ লক্ষ ৪৮ হাজার ৮৫৯ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত টিকাকরণ হয়েছে ৬ কোটি ৮৫ লক্ষ ১৫ হাজার ৬১৭। তার পরই রয়েছে গুজরাট এবং মধ্যপ্রদেশ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এখনও পর্যন্ত ৭৫ শতাংশ পূর্ণবয়স্ক মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর ৩১ শতাংশ মানুষ টিকার দুই ডোজ পেয়েছেন। দেশটিতে প্রতি সেকেন্ডে ৭০০টি টিকা দেওয়া হয়েছে।

                    ছবি: টুইটার থেকে।

টিকার এই ‘ঐতিহাসিক’ অর্জনে দেশবাসীর প্রতি অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় সরকারের এই কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যেতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেই মোদি সরকার ঘোষণা দিয়েছিলো, ১০০ কোটি মানুষকে টিকার আওতায় আনা উদযাপনের অংশ হিসেবে রেল স্টেশন, ট্রেন, বিমান ও জাহাজে ঘোষণা দেওয়া হবে। নর্থ ও সাউথ ব্লকে তোলা হবে জাতীয় পতাকা।

গত ১৬ জানুয়ারি করোনা প্রতিরোধে ভারতে বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর করোনার প্রকোপ বাড়লে গত ১ মার্চ থেকে পঁয়তাল্লিশোর্ধ্ব এবং ষাটোর্ধ্বদের টিকাদান শুরু হয় । সবশেষে ১৮-৪৫ বছর বয়সিদের টিকা দেওয়া শুরু হয় গত ১ মে।

Link copied!