কাজাখস্তানে সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা হয়েছিল: প্রেসিডেন্ট তোকায়েভ

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১১, ২০২২, ১০:২৫ পিএম

কাজাখস্তানে সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা হয়েছিল: প্রেসিডেন্ট তোকায়েভ

মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাখস্তানে গত সপ্তাহে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে সরকারবিরোধী গণবিক্ষোভ ও সহিংস পরিস্থিতিকে সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ।

ব্যাপক সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত প্রায় দুইশত বিক্ষোভকারী নিহত হয়েছেন। সহিংসতার ঘটনায় ১০ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ।ছবি: সংগৃহীত

বিবিসি জানায়, কাজাখস্তানের প্রেসিডেন্ট তোকায়েভ অভিযোগ করেছেন সাবেক সোভিয়েত রাজ্যের মিলিটারি এলায়েন্স’র নেতারা একত্রিত হয়ে এ ধরনের তৎপরতা চালিয়েছেন। তবে তিনি কোন নাম উল্লেখ করেন নি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযোগকে সমর্থন করে বলেন, “আন্তর্জাতিক সন্ত্রাসীরা কাজাখস্তানকে টার্গেট করেছে।” তবে  তিনিও এ ব্যাপারে কোন প্রমাণ উপস্থাপন করেন নি। এই অঞ্চলে কোন বিপ্লব সংগঠিত হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পুতিন প্রশাসন।

কাতারভিত্তিক আলজাজিরার খবরে বলা হয়, এক সপ্তাহ আগে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক এলাকায় জ্বালানির দাম বেৃদ্ধি করলে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। দেশটির স্বাধীনতার ৩০ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা, যে ঘটনায় পুলিশ সরাসরি গুলি চালায়। এতে এ পর্যন্ত প্রায় ২০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

কাজাখ স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভের ঘটনায় দেশজুড়ে ৯ হাজার ৯০০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর তোকায়েভ বলেছেন, “আঞ্চলিক বিভিন্ন দেশ ও আফগানিস্তান থেকে ইসলামি জঙ্গিরাও হামলাকারীদের মধ্যে রয়েছেন।”

সহিংসতা চলাকালে কয়েকজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাসহ নিজের মন্ত্রিসভাকে বরখাস্ত করেন তিনি। রাষ্ট্রদ্রোহী মামলায় দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির সাবেক প্রধান কারিম মাসিমভকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহ থেকে চলমান সহিংস পরিস্থিতিতে এখন পর্যন্ত ১৬৪ জন মারা গেছেন। এছাড়া কমপক্ষে ৮ হাজার মানুষকে আটক করার কথা জানিয়েছে কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বেসরকারি বিভিন্ন সংগঠনের দাবি, গ্রেপ্তার হওয়াদের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

বর্তমানে দেশটির পুরো পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে সরকারের দপ্তর। তবে এখনও পর্যন্ত ‘সন্ত্রাসী’ দমনে সেনা দল মাঠে রাখা হবে বলে জানিয়েছে প্রেসিডেন্ট কার্যালয়। দেশটিতে এখনও কারফিউ বলবত রয়েছে।

আলী খান স্মাইলভ নতুন প্রধানমন্ত্রী

এদিকে, কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। গত সপ্তাহে বরখাস্ত হওয়া মন্ত্রিসভার উপ-প্রধানমন্ত্রী আলী খান স্মাইলভকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করার পর মঙ্গলবার (১১ জানুয়ারি) পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটেও তাকে অনুমোদন দেওয়া হয়েছে।

Link copied!