কোভিড নিয়ে অতিরিক্ত কড়াকড়ি আরোপের বিরুদ্ধে বিক্ষোভ চরমে উঠেছে জাস্টিন ট্রডোর দেশ কানাডায়। বিক্ষোভ করা ট্রাক চালকদের অভিযোগ, তাদের জোর করে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কানাডা থেকে যুক্তরাষ্ট্র প্রবেশমুখের একটি ব্রিজ প্রায় ২ সপ্তাহ ধরে আটকে রেখেছেন ট্রাকচালকরা। বিক্ষোভকারীদের সরাতে চেষ্টা করছে পুলিশ।
বিক্ষোভকারীদের সরিয়ে রাস্তার দখল নিচ্ছে পুলিশ
তারা বলছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছে “ভ্যাকসিন নিয়েছেন অথবা নিবেন“ এমন নিশ্চয়তা চাওয়ার পরই তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। মূলত ভ্যাকসিন নিতে চাচ্ছেন না তারা।
সোফায় বসে কানাডিয়ানরা
কানাডার অনটারিওর প্রদেশের উইন্ডসরের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ডেটরয়েটের সংযোগকারী ওই এ্যাম্বাসেডর ব্রিজের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কানাডার ক্রসিং এবং রাজধানী অটোয়া সীমান্তের কাছেও ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ চলছে। শুক্রবার উইন্ডসরে ট্রাক চালকদের এ অবরোধের বিরুদ্ধে কানাডার একটি কোর্ট থেকে আদেশ জারি করা হয়েছে। কোর্টের আদেশ পাওয়ার পর উইন্ডসর পুলিশ ব্রিজের কাছ থেকে দ্রুত বিক্ষোভকারীদের সরে যেতে বলেছে। রাস্তা থেকে সরে না গেলে অবরোধকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। যদিও পুলিশের এ হুশিয়ারীতে মোটেও ভিত হননি ট্রাকচালকরা। কানাডার জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমেই বাড়ছে।
অবরোধস্থলে পুলিশ মোতায়েন
অটোমেটিভ পার্টস ম্যানুফেকচারার এসোসিয়েশন নামে কানাডার একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, চলমান অবরোধের ফলে প্রতিদিন গড়ে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসার ক্ষতি হচ্ছে তাদের। বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডো। যুক্তরাষ্ট্র এবং কানাডার মোট বাণিজ্যের প্রায় ২৫ শতাংশই হয় এই ব্রিজের পথ দিয়ে। অর্থমূল্যে যা প্রতিদিন প্রায় ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। অবরোধের কারণে ক্ষুদ্র যন্ত্রাংশের অভাবে গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেনারেল মটরস, টয়োটা এবং হোন্ডা উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
বিক্ষোভস্থলে যান ট্রডো
সম্প্রতি করোনার ভ্যাকসিন নিয়ে বেশ কিছু দেশ কড়াকড়ি আরোপ করেছে। করোনা ভ্যাকসিন না নেওয়ায় গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেওয়া হয়নি নোভাক জকোভিচকে।
আরও পড়তে পারেন:
ইউক্রেনে হামলা হলে চুপ থাকবে যুক্তরাষ্ট্র