সম্প্রতি ভারতের একটি আদালতে পবিত্র কোরআন শরিফের ২৬টি আয়াত বাতিল চেয়ে রিট দায়ের করেছিলেন দেশটির উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভী। তার সেই রিট আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
একইসঙ্গে এই পিটিশন দাখিল করার ব্যয় হিসেবে আবেদনকারী সৈয়দ ওয়াসিম রিজভীকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন আদালত।
সোমবার (১২ এপ্রিল) বিচারপতি আর এফ নরিমনের নেতৃত্বাধীন বেঞ্চ এ রিট বাতিলের আদেশ দেন। পাশাপাশি এই আবেদনকে অযৌক্তিক বলে উল্লেখ করেন আদালত। খবর দ্য হিন্দুর।
গত ১১ মার্চ পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিলের আবেদন জানিয়ে ভারতের সুপ্রিমকোর্টে রিট দায়ের করেন উত্তরপ্রদেশের শিয়া কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী।
ওয়াসিম রিজভি তার দায়ের করা পিটিশনে বলেন, ‘কোরআনের ২৬টি আয়াত পরবর্তীতে তিন খলিফা আবু বকর (রা.), উমর (রা.) এবং উসমান (রা.) সংযোজন করেছিলেন। তার দাবি এই আয়াতগুলো সহিংসতা উস্কে দিচ্ছে এবং মানুষকে জিহাদে উদ্বুদ্ধ করছে।’ তাই এই আয়াতগুলো বাতিল করার দাবি জানিয়েছেন তিনি।
রিজভি বলেন, ‘কোরআনের ২৬টি আয়াত মূল সংস্করণের অংশ নয়। পরবর্তীতে এসব আয়াত সংযোজন করা হয়েছে। যে কারণে পবিত্র কোরআন থেকে আয়াতগুলো মুছে ফেলা উচিত।’
তিনি দাবি করেন, ‘কোরআনের ওই ২৬টি আয়াত ভারতের স্থানীয় ভূমি আইনের লঙ্ঘন এবং চরমপন্থাকে উসকে দিচ্ছে। একইসাথে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতার জন্য বিপজ্জনক।’
ওয়াসিম রিজভির এমন পদক্ষেপের নিন্দা জানায় অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল' বোর্ড এবং অন্যান্য মুসলিম সংগঠন। একইসঙ্গে রিজভির করা এই পিটিশন বাতিলের আবেদন জানিয়ে আসছিলেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।