তালেবানের ভয়ে কাবুলে দূতাবাস বন্ধের হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৪, ২০২১, ০৮:৫৯ পিএম

তালেবানের ভয়ে কাবুলে দূতাবাস বন্ধের হিড়িক

আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশের দখল তালেবান গোষ্ঠীর হাতে চলে যাওয়ায় এবং রাজধানী কাবুলের পতন হওয়ার আশঙ্কায় শহরটিতে অবস্থিত ইউরোপের একাধিক দেশ তাদের দূতাবাস সাময়িক বন্ধ ও সীমিত আকারে কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইতোমধ্যে তাদের দূতাবাস খালি করেছে।  

রয়টার্সের খবরে বলা হয়,  ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ তাদের দুতাবাস নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে।  ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোড বলেছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলে তাদের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেয়া হচ্ছে। অন্যদিকে, নিজেদের দূতাবাসের কার্যক্রম খুবই সীমিত করে ফেলার কথা জানিয়েছে জার্মান সরকার।

ইউরোপের দেশ নরওয়ে তাদের কাবুলে অবস্থিত দূতাবাস সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে। একইসঙ্গে দূতাবাসের সব কর্মী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিনল্যান্ড জানিয়েছে, তারা কাবুল দূতবাসে থাকা ১৩০ কর্মীকে দ্রুত সরিয়ে নিচ্ছে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আফগানিস্তান থেকে তার দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রায় দুই দশক পর আফগানিস্তানে আবার ক্ষমতা দখলের পথে এগোচ্ছে তালেবান। আফগানিস্তানের রাজধানী কাবুলের খুব কাছাকাছি চলে এসেছে বিদ্রোহী তালেবান যোদ্ধারা। একের পর এক এলাকা দখল করে রাজধানী কাবুলের দিকে এগোচ্ছে তারা। সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা এরই মধ্যে কাবুল থেকে মাত্র ৩০ মাইল দূরে রয়েছে বলে বিবিসির খবরে বলা হয়।

গত এক সপ্তাহের মধ্যে আফগান সেনাদের হটিয়ে তালেবানরা অর্ধেক ডজনের বেশি প্রদেশ দখলে নিয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) পর্যন্ত তারা মোট ৩৪ টি প্রদেশের মধ্যে ১৮টি প্রদেশের রাজধানী দখলে নিয়ে নিজেদের শাসন প্রতিষ্ঠার দিকে নজর দিচ্ছে।

Link copied!