তুরস্ক-সিরিয়া সীমান্তে দ্বিতীয় দফা ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে, বাংলাদেশী দুই ছাত্র নিখোঁজ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৮:০৩ এএম

তুরস্ক-সিরিয়া সীমান্তে দ্বিতীয় দফা ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে, বাংলাদেশী দুই ছাত্র নিখোঁজ

প্রলয়ংকরী ভূমিকম্পে ধংসস্তুপ এখন তুরস্ক-সিরিয়া সীমান্ত। দ্বিতীয় দফা ভূমিকম্পের আফটার শকের পর হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশ্লেষকরা ধারনা করছেন, নিহতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যাবে। হতাহতদের মধ্যে বাংলাদেশীরাও থাকতে পারেন বলে আশংকা করা হচ্ছে। কারণ সিরিয়া এবং তুরস্কে অনেক বাংলাদেশী প্রবাসী আছেন। এরইমধ্যে জানা যাচ্ছে, গোলাম সাঈদ রিংকু এবং নূরে আলম নামের দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তুরস্ক থেকে বাংলাদেশের দুই কূটনীতিক ঢাকার গণমাধ্যমগুলোকে এ তথ্য জানিয়েছেন। 

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শাহনাজ গাজী ও ইস্তাম্বুলে কনসাল জেনারেল মোহাম্মদ নূরে-আলম বলেন, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খাহরামানমারাসে দুই বাংলাদেশি শিক্ষার্থী একটি ভবনে থাকতেন, সেটি বিধ্বস্ত হয়েছে। 

মোহাম্মদ নূরে-আলম বরাত দিয়ে দুই কূটনীতিক বলেন, ৩-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো নিম্ন তাপমাত্রা এবং তুষারপাতের মধ্যে অনেকে দুর্ভোগে আছেন। বাংলাদেশের অনারারি কনসালের সাথে মিশনগুলোর যোগাযোগ রাখছে। যাঁরা সংকটে আছেন, মিশন তাঁদের কাছে সাহায্য পৌঁছানোর চেষ্টা করছে। 

গাজিয়ানতাপ এলাকায় বাংলাদেশের বেশিরভাগ নাগরিক ভালো আছেন জানিয়ে শাহনাজ গাজী বলেন, ভূমিকম্পের পর অনেকে ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। সিরিয়া ও তুরস্ক হয়ে অনেকে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করে থাকেন জানিয়ে তিনি বলেন, এমন অনেক নাগরিক দূতাবাসের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখে না। 

শোক ও সমবেদনা
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।

ক্ষতিগ্রস্ত এলাকার বাংলাদেশিদের দূতাবাসে যোগাযোগের অনুরোধ

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের ক্ষতিগ্রস্ত অঞ্চলে বসবাসকারী বাংলাদেশিদের তাদের বর্তমান অবস্থা জানাতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূতাবাস। সোমবার রাতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদানা, গাজিয়ানতেপ, মালাতিয়া, দিয়ারবাকির, হাতায়, আদিয়ামান, ওসমানিয়ে ও সানলিউরফায় বসবাসরত/অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তাদের বর্তমান অবস্থা সম্পর্কে দূতাবাসের নিম্নলিখিত নম্বরে যোগাযোগ/অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 

যাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে: চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. রফিকুল ইসলাম, যার ফোন নম্বর +৯০-৫৪৬-৯০৫-০৬৪৭ এবং ব্যক্তিগত কর্মকর্তা মো. আবুল বাশার, যার ফোন নম্বর  +৯০-৫৩৮-৯১০-৯৬৩৫।

প্রসঙ্গত, কয়েক দশকের ইতিহাসের সর্বোচ্চ মাত্রার এই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। সোমবার ভোরের দিকে আঘাত হানা রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এখনও অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে আছে।

Link copied!