প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২১, ১২:৩৩ পিএম

প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বেড়িয়ে আসার ১০৭ দিন পর স্থানীয় সময় শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক ‘প্যারিস জলবায়ু চুক্তিতে’ ফিরেছে যুক্তরাষ্ট্র। ক্ষমতা গ্রহণের পরই প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন বলেন, ‘এরপর থেকে জলবায়ু পরিবর্তন ও বিজ্ঞান কূটনীতি আমাদের পররাষ্ট্রনীতির আলোচনায় কখনো আসবে না।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রকৃত হুমকি চিহ্নিত করা ও আমাদের বিজ্ঞানীদের কথা মেনে চলা হবে আমাদের দেশীয় ও পররাষ্ট্রনীতির প্রথম অগ্রাধিকার। জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার প্রচেষ্টার উদ্যোগ বিনিময় এবং আমাদের অর্থনৈতিক কূটনীতি ও বাণিজ্যিক আলোচনায় এটি খুবই গুরুত্বপূর্ণ।’ আসন্ন জলবায়ু কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালে ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসে কোপ-২১ নামের একটি সম্মেলনে জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২০০টি দেশ এতে স্বাক্ষর করে। কিন্তু সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই এ চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দেন। ২০২০ সালের ৪ নভেম্বর তার এ সিদ্ধান্ত কার্যকর হয়।

২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ খাতকে দূষণমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

সূত্র: এনডিটিভি

Link copied!