আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলী পুলিশের সঙ্গে আবারও সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনীদের। শুক্রবারের (২৯ এপ্রিল) এ সংঘর্ষে ৪২ জন ফিলিস্তিনী আহত হয়েছেন। বেশিরভাগই শরীরের ওপরের অংশে আঘাত পেয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। আহতদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১৫ এপ্রিল আল আকসা প্রাঙ্গণে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এরপর থেকেই থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনায় ৩শর মতো ফিলিস্তিনী আহত হয়েছেন। পুলিশ বলেছে, ফিলিস্তিনীরা ইসরাইলী পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মসজিদের ভেতরে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ ফিলিস্তিনীদের উপর টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুঁড়েছে। এ ঘটনায় তিনজন ফিলিস্তিনীকে গ্রেফতারের কথা স্বীকার করেছে ইসরাইলী পুলিশ। তাদের উপর ২ জনকে পাথর ছোঁড়ার জন্য এবং ১ জনকে সহিংসতা উষ্কে দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে।
আল জাজিরা বলছে, যীশুর মিশর থেকে মুক্তির দিন হিসেবে উদযাপিত পাসওভার উৎসব পালন করতে গত এক সপ্তাহে ৩ হাজার ৭শ উগ্র জাতীয়তাবাদি ইসরাইলী আল আকসায় প্রবেশ করে। এ নিয়ে আল আকসা মসজিদ প্রাঙ্গণে উত্তেজনা বিরাজ করছে। ফিলিস্তিনীরা আশংকা করছেন, আল আকসাকে দুই ভাগে বিভক্ত করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে ইসরাইল। আল জাজিরা জানিয়েছে, আল আকসা প্রাঙ্গণে যীশুর একটি মন্দিরও করার পরিকল্পনা রয়েছে এই উগ্রপন্থীদের। যা ক্রমেই পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাচ্ছে। পশ্চিমতীরে বসবাস করা ফিলিস্তিনীরা অভিযোগ করেছেন, আল আকসা মসজিদে যেতে গেলে তাদের ওপর নানা ধরণের সীমাবদ্ধতা দিয়ে যাচ্ছে ইসরাইলীরা।