সেপ্টেম্বর ২, ২০২১, ০৬:৫০ পিএম
হ্যারিকেন আইডার প্রভাবে ভারী বর্ষণ ও বন্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর এবং নিউজার্সিতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউইয়র্কে ৭ জন এবং নিউজার্সিতে ২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ক্রান্তীয় ঘূর্ণিঝড় আইডার প্রভাবে রেকর্ড বৃষ্টি ও আকস্মিক বন্যা দেখা দেওয়ায় নিউইয়র্ক এবং নিউ জার্সির গভর্নর স্থানীয় সময় বুধবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
নিউইয়র্ক শহরের গভর্নর বিল ডি ব্লাসিও এদিন রাতে এক টুইটে জানান, ‘ঝড়ে ক্ষতিগ্রস্ত শহরবাসীর সহযোগিতার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।’
মেয়র আরও জানান, ‘'ভয়াবহ বন্যা' ও সড়কগুলোতে 'বিপজ্জনক পরিস্থিতির' কারণে নিউইয়র্ক সিটি আবহাওয়াজনিত ঐতিহাসিক একটি ঘটনার সম্মুখীন।’
এদিকে নিউ জার্সির শহর প্যাসাইক প্লাবিত হওয়ায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেয়র হেক্টর লোরা।
এছাড়া, এনবিসি নিউজ নিউ জার্সিতে আরও একজনের এবং নিউইয়র্ক সিটিতে ২ বছরের শিশুসহ সাতজনের মৃত্যুর খবর জানিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঝড়ের কারণে শহরের ভিতর দিয়ে পানি ঢুকে যাওয়ায় মানুষজন তাদের বেসমেন্টে আটকা পড়েছে।
সিএনএন জানায়, আইডার প্রভাবে মুষলধারে বৃষ্টি এবং উত্তরাঞ্চলীয় মধ্য আটলান্টিকের কিছু অংশে ঝড় এবং বন্যার কারণে বুধবার গভীর রাত থেকে নিউইয়র্ক শহরের প্রায় সব পাতাল রেললাইন বন্ধ করা হয়েছে। পাশাপাশি অত্যন্ত জরুরিসেবা ব্যতীত অন্য কোনো যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বুধবার রাতে এক টুইটবার্তায় নিউইয়র্কের মেয়র ডি ব্লাসিও বলেন, ‘নগরবাসীকে অনুরোধ করা হচ্ছে, দয়া করে সড়ক ও পাতাল রেল ব্যবহার থেকে বিরত থাকুন এবং ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে সহায়তা করুন। যদি আজ রাতে আপনাদের কারো বের হওয়ার পরিকল্পনা থাকে, তাহলে তা বাতিল করুন এবং এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কোনোভাবেই গাড়ি চালানোর ঝুঁকি নেবেন না।’
সূত্র: রয়টার্স।