বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গুরুত্বপূর্ণ সেশনে আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। বৈঠক শুরুর আগে ন্যাটোর সদস্যরা একসঙ্গে ছবি তুলেছেন। মার্কিন প্রেসিডন্টে জো বাইডেন, ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ানসহ গুরুত্বপূর্ণ নেতাদের উপস্থিতিতে এ বৈঠকে ইউক্রেনে রুশ হামলার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আরও অস্ত্র ও অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হতে পারে। বৈঠকে ইউক্রেন ইস্যুতে বক্তব্য রাখবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন থেকে ভার্চুয়ালে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ইউরোপিয় কাউন্সিল এবং জি-সেভেনের সদস্যরাও বৈঠকে যোগ দেবেন। আজকের বৈঠকের প্রাক্কালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বলেছে; রাশিয়া ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে।
ওদিকে, গত কয়েক সপ্তাহ ধরে ন্যাটোভুক্ত ২৫টি দেশের ৩০ হাজার সৈন্য নরওয়েতে মহড়ায় অংশ নিয়েছে। মহড়াটির গুরুত্ব ক্রমেই বাড়ছে। ইউক্রেনের মত নরওয়েও রাশিয়ার সীমান্তের কাছে। এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশটি ন্যাটোর সদস্য। এরমধ্যে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন, স্লোভাকিয়া, হাঙ্গেরী, বুলগেরিয়া ও রোমানিয়াতে নতুন করে ন্যাটোর যোদ্ধাদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।