বিশ্বজুড়ে পালিত হলো ‘আর্থ আওয়ার’

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২১, ০৪:৫৯ পিএম

বিশ্বজুড়ে পালিত হলো ‘আর্থ আওয়ার’

প্রতি বছরের ধারাবাহিকতায় বিশ্বজুড়ে এবারও পালিত হলো ‘আর্থ আওয়ার’। প্রতিবছর মার্চ মাসের শেষ শনিবার ১৮০টির বেশি দেশ এ সচেতনতামূলক কর্মসূচি পালন করে।

ভৌগোলিক কারণে সবার আগে আর্থ আওয়ার পালন করে অস্ট্রেলিয়া। মস্কোর রেড স্কয়ার, আইফেল টাওয়ার এবং জার্মানির ব্রান্ডেনবার্গ গেটসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায় বন্ধ রাখা হয় বিদ্যুৎ সংযোগ। এছাড়া গ্রিস, চীনের বেইজিং-সাংহাই-হংকংয়ে পালিত হয় আর্থ আওয়ার। সিঙ্গাপুরের অনেক শহরেও এক ঘণ্টার এ কর্মসূচি পালন করা হয়।

বিশ্বব্যাপী শক্তির অপচয় রোধ করে জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট দুর্যোগ নিয়ে সতর্কতা তৈরির লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়।

২০০৭ সাল থেকে অস্ট্রেলিয়ার ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার’ এর উদ্যোগে প্রতি বছর আর্থ আওয়ার পালিত হয় । প্রতিটি দেশে স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত লাইট বন্ধ রেখে পালন করা হয় এ কর্মসূচি।

ভারতের রাজধানী দিল্লির অন্যতম প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বিএসইএস নাগরিকদের ২৭ শে মার্চ ‘আর্থ আওয়ার’ হিসাবে পালন করার এবং শক্তি সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত অপ্রয়োজনীয় লাইট এবং বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি দিল্লির গ্রাহকদের শনিবার রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এক ঘন্টার জন্য বাতি জ্বালানোর জন্য অনুরোধ করেছে।

বিএসইএসের মুখপাত্রের বরাতে জানা যায়, ‘আমরা আমাদের ৪.৫.৫ মিলিয়নেরও বেশি গ্রাহক এবং আমাদের অঞ্চলের প্রায় ১৮ মিলিয়ন বাসিন্দাকে পৃথিবীর জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য এই মহৎ উদ্যোগ পালনে অংশ নেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।’

সূত্র: হিন্দুস্তান টাইমস।

 

Link copied!