করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়লে সুস্থ ও শনাক্তের সংখ্যা কমে গেছে। তবে বেড়ে গেছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা। রবিবার (২৫ জুলাই) বিশ্বে মৃত্যু সংখ্যা ৪১ লাখ ৬৮ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি ৪৪ লাখ। বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৬৪ লাখের বেশি লোক। করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ কোটি ৩৭ লাখ ছাড়িয়েছে।
করোনায় মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা কর্মসূচি চললেও মৃত্যুমিছিল প্রতিদিনই বাড়ছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, রবিবার (২৫ জুলাই) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪১ লাখ ৬৮ হাজার ৪৫৯ জন মারা গেছেন। শনিবার (২৪ জুলাই) পর্যন্ত এই সংখ্যা ছিল ৪১ লাখ ৫৯ হাজার ৫৪৬। শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা যায় ৪১ লাখ ৫১ হাজার ৪৫৬ জন। বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত ৪১ লাখ ৪২ হাজার ৪৭২ জনের মৃত্যু হয়। বুধবার পর্যন্ত মারা যায় ৪১ লাখ ৩৩ হাজার ৭৯৯ জন।
এই হিসেবে রবিবার গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৯১৩ জন মারা গেছেন। শনিবার (২৪ জুলাই) একদিনে ৮ হাজার ৯০ জনের মৃত্যু হয়। শুক্রবার (২৩ জুলাই) গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮ হাজার ৯৮৪ জন। বৃহস্পতিবার একদিনে মারা যায় ৮ হাজার ৬৭৩ জন।
করোনায় আক্রান্ত
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি রবিবার (২৫ জুলাই) সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯ কোটি ৪৪ লাখ ১০ হাজার ৩৪ জন। শনিবার পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হন ১৯ কোটি ৪০ লাখ ১১ হাজার ৯১৫ জন। শুক্রবার (২৩ জুলাই) পর্যন্ত এই সংখ্যা ছিল ১৯ কোটি ৩৪ লাখ ১০ হাজার ১৬৫। বৃহস্পতিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৯ কোটি ২৮ লাখ ২৫ হাজার ৯৮২। বুধবার (২২ জুলাই) পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হন ১৯ কোটি ২২ লাখ ৬০ হাজার ৯৮৯ জন।
এই হিসেবে রবিবার (২৫ জুলাই) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ১১৯ জন। শনিবার একদিনে আক্রান্ত হন ৬ লাখ ১ হাজার ৭৫০ জন। শুক্রবার (২৩ জুলাই) গত ২৪ ঘন্টায় ৫ লাখ ৮৪ হাজার ১৮৩ জন, বৃহস্পতিবার (২২ জুলাই) ৫ লাখ ৬৪ হাজার ৯৯৩ জন ও বুধবার (২১ জুলাই) ৫ লাখ ৪৮ হাজার ৯২২ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
করোনা থেকে সুস্থ
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি রবিবার (২৫ জুলাই) সারা বিশ্বে ১৭ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার ৯৬৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। শনিবার (২৪ জুলাই) এই সংখ্যা ছিল ১৭ কোটি ৬১ লাখ ১৮ হাজার ৩১২। শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ কোটি ৫৭ লাখ ২৩ হাজার ৫০৩ জন। বৃহস্পতিবার সুস্থ হন ১৭ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার ১৯৯ জন। বুধবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৭ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ৯০০।
এই হিসেবে রবিবার গত ২৪ ঘন্টায় ৩ লাখ ৫১ হাজার ৬৫৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। শনিবার একদিনে সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৪ হাজার ৮০৯ জন। শুক্রবার (২৩ জুলাই) গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৩০৪ জন। বৃহস্পতিবার (২২ জুলাই) একদিনে সুস্থ হয়েছিলেন ৪ লাখ ২৯৯ জন।
করোনায় সক্রিয় রোগী
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি রবিবার (২৫ জুলাই) বিশ্বে ১ কোটি ৩৭ লাখ ৭১ হাজার ৬০৮ জন সক্রিয় রোগী রয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৮৩ হাজার ৮৬৩ জন। শনিবার পর্যন্ত সক্রিয় রোগী ছিল ১ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার ৫৭ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় ছিল ৮২ হাজার ৪৯২ জন। শুক্রবার (২৩ জুলাই) পর্যন্ত সারা বিশ্বে সক্রিয় রোগী ছিল ১ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০৬ জন। এর মধ্যে ৮২ হাজার ৩৮৬ জন গুরুতর অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার সক্রিয় রোগী ছিল ১ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৩১১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।