ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের তিন গণমাধ্যম পেল পুলিৎজার পুরষ্কার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২২, ১০:৩০ এএম

ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের তিন গণমাধ্যম পেল পুলিৎজার পুরষ্কার

চলতি বছর সাংবাদিকতার নোবেল পুরস্কারখ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের তিন গণমাধ্যম-রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট। আর বিশেষ বিভাগে পুরষ্কার পেয়েছেন ইউক্রেনের সাংবাদিকরা।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, এ বছর নিউ ইয়র্ক টাইমস তিনটি পুলিৎজার পুরস্কার জিতেছে এবং প্রতিদ্বন্দ্বী ওয়াশিংটন পোস্ট পাবলিক সার্ভিস পুরস্কার জিতে নিয়েছে। এছাড়া ফিচার ফটোগ্রাফির জন্য পুরস্কার পেয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে আরও বলা হয়, রুশ হামলার খবর তুলে ধরার জন্য বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন ইউক্রেনের সাংবাদিকরা। একইসঙ্গে এ বছর ইউক্রেন যুদ্ধ কভার করতে গিয়ে নিহত ১২ সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পুলিৎজার বোর্ড।

পুলিৎজার হলো মার্কিন সাংবাদিকতার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, যেখানে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডের প্রতি বিশেষ নজর থাকে। পুলিৎজার পুরষ্কারকে অনেকে সাংবাদিকতার বাইবেল হিসেবে মনে করে থাকেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মার্কিন ক্যাপিটল হিল অবরোধের খবর তুলে ধরার জন্য এই বছর পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড জিতেছে ওয়াশিংটন পোস্টে।

ভারতে করোনাভাইরাস মহামারির ভয়াবহ চিত্র তুলে ধরায় ফিচার ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার জিতেছে প্রয়াত ড্যানিশ সিদ্দিকীসহ রয়টার্সের আলোকচিত্রীদের একটি দল।

১৯১৭ সাল থেকে সংবাদপত্রের প্রকাশক জোসেফ পুলিৎজার উইল অনুযায়ী পুরস্কারটি প্রবর্তন করা হয়েছিল। তিনি ১৯১১ সালে মারা যান এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একটি সাংবাদিকতা স্কুল শুরু করতে এবং পুরস্কার প্রদানে সাহায্য করার জন্য অর্থ রেখে গিয়েছিলেন।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব জার্নালিজমের এক বিশেষ বোর্ড সাংবাদিকতার জন্য আমেরিকার সর্বোচ্চ এই পুরস্কার দেয়। চলতি বছর ১০৬তম বর্ষে পা দিল এই পুরস্কার বিতরণ। 

প্রথমে তারা সাংবাদিকতায় চারটি পুরস্কার দিয়ে শুরু করেছিলেন, বর্তমানে মিডিয়া রিপোর্টিং, লেখা এবং ফটোগ্রাফিতে ১৫টি বিভাগ এবং বই, নাটক ও সঙ্গীতে সাতটি পুরস্কার প্রদান করে।

Link copied!