অনাস্থা ভোট সামনে রেখে পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৯, ২০২২, ০৩:৩৪ পিএম

অনাস্থা ভোট সামনে রেখে পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন শুরু

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে উত্থাপিত অনাস্থা প্রস্তাব নিয়ে আজকের পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশনে ভোট হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল পাকিস্তানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাশের সুরি অনাস্থা প্রস্তাব অসাংবিধান ব্যাখ্যা দিয়ে খারিজ করে দেন। এরপর প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধে সংসদ ভেঙ্গে দেন রাষ্ট্রপতি আরিফ আলভি। এ সিদ্ধানের প্রতিবাদে উচ্চ আদালতের দ্বারস্থ হন মুসলিম লিগ-এনসহ অন্যান্য বিরোধীরা। গত বুহস্পতিবার অনাস্থা প্রস্তাবকে অসাংবিধান বলে ডেপুটি স্পিকারের রুলিংকে বাতিল করে দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আজ শনিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার মধ্যে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট করতে পার্লামেন্টকে নির্দেশ দেন। অনাস্থা প্রস্তাব অসাংবিধানিক ব্যাখ্যা দেওয়া  কাশেম সুরির বিরুদ্ধেও বিরোধিরা অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন।    

বৃহস্পতিবার (৭ এপ্রিল) পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালসহ সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চ পার্লামেন্ট বিলোপ এবং অনাস্থা ভোট বাতিলের সিদ্ধান্তকে অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা দেন। এর ফলে পাকিস্তানে পার্লামেন্ট ভেঙে দেয়া ও আগাম নির্বাচনের সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।  

 

Link copied!