ভারতের সমুদ্র সীমায় সপ্তম নৌবহরের অনুপ্রবেশ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২১, ১০:৪৩ এএম

ভারতের সমুদ্র সীমায় সপ্তম নৌবহরের অনুপ্রবেশ

বিনা অনুমতিতে ভারতের সমুদ্রসীমার ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ প্রবেশ করেছে মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহর। ‘ফ্রিডম অব নেভিগেশন’ নামে এক অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র, এরই অংশ হিসাবে ভারতীয় জলসীমায় সপ্তম নৌবহরের আগমন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। 

শুক্রবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, এ ঘটনা তাদের সমুদ্র সুরক্ষা নীতির সঙ্গে যায় না। এরই মধ্যে সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে নয়াদিল্লির উদ্বেগের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনে।

বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউএসএস জন পল জোনস পারস্য উপসাগর থেকে মালাক্কা প্রণালির দিকে যাত্রা করেছে।

জাতিসংঘ প্রণীত কনভেনশন অন দ্য ল অব সি মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ভারত সরকার।

এ নীতিমালা কোনো দেশের সমুদ্রসীমার বিশেষ অর্থনৈতিক জোন, মহীসোপানে অন্য কোনো দেশের সামরিক উপস্থিতি, মহড়া পরিচালনা এবং অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের অনুমোদন দেয় না। এসব সামরিক কর্মকাণ্ড চালাতে হলে অবশ্যই আগে থেকে উপকূলীয় দেশটির অনুমতি নিতে হবে।

তবে এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর মুখপাত্র বলেছেন, ফ্রিডম অব নেভিগেশন অভিযান একটি রুটিন কাজ। আগেও এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে ভবিষ্যতেও হবে। সব ধরনের আন্তর্জাতিক আইন মেনেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

Link copied!