যুক্তরাজ্যে দুই জনের শরীরে ওমিক্রন শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৭, ২০২১, ০৯:৫৮ পিএম

যুক্তরাজ্যে দুই জনের শরীরে ওমিক্রন শনাক্ত

দক্ষিণ আফ্রিকায় শনাক্তের পর এবার ইউরোপের  দেশ  যুক্তরাজ্যের দুইজনের  শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন পাওয়া গেছে।

স্থানীয় সময় শনিবার (২৭ নভেম্বর) যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি এ তথ্য জানিয়েছে।   

এদিকে, বরিস জনসন সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে,করোনা ভাইরাসের নতুন ধরনে শনাক্ত হওয়া ওই দুইজনের দক্ষিণ আফিকা ভ্রমণের সঙ্গে  সম্পৃক্ততা পাওয়া গেছে।

এ ঘটনায় ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ উদ্বেগ জানিয়েছেন। করোনাভাইরাসের নতুন ধরনকে “আকাঙ্খিত অনুস্বারক’ হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন,মহামারি এখনও শেষ হয়ে যায়নি।

দুইজনের শরীরে ওমিক্রণ ধরন শনাক্ত করে ব্রিটেনকে সতর্ক করায় দেশটির আন্তর্জাতিক মানের জিনোমিক সিকোয়েন্সিংয়ে ধন্যবাদ জানিয়ে সাজিদ জাভিদ অঅরও বলেন, “আমরা তাড়াতাড়ি স্থানান্তরিত হতে পেরেছি এবং  জনগণ যোগাযোগ থেকে নিজেদের স্ববিচ্ছিন্ন করছে।”

করোনাভাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় ব্রিটেনের যেসব এলাকায় এর বিস্তারের সম্ভাবনা রয়েছে সেসব এলাকায় দেশটির স্বাস্থ্য বিষয়ক সংস্থাগুলো করোনাভাইরাস পরীক্ষা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে।  

যুক্তরাজ্যের েপররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির (ইউকেএইচএসএ) পরামর্শ অনুযায়ী রবিবার থেকে মালাউই, মোজাম্বিক, জাম্বিয়া এবং অ্যাঙ্গোলাকে  লাল তালিকায় যোগ করা হবে।  

গত ১০দিনে এই চারটি দেশ থেকে ফিরে আসা যাত্রীদের অবশ্যই আইসোলেশনে গিয়ে পিসিআর পরীক্ষা করাতে হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, ওমিক্রন শনাক্ত হওয়ার কারণে বেশ শাস্তি পেয়েছ বলে অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়,  নতুন ধরন শনাক্ত হওয়ার পর বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। এটা তাদেরকে (দক্ষিণ আফ্রিকা) শাস্তি দেওয়ার মতো বিষয়। 

অন্যদিকে,  দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া  করোনার নতুন ধরন ওমিক্রন আরও বেশি ভয়ংকর ও শক্তিশালী বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।  ওমিক্রন আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।

আগের সব ভ্যারিয়েন্টের চেয়ে এই ভ্যারিয়েন্ট অনেক বেশি দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। এমনকি করোনার নতুন এই ধরনটি টিকার কার্যকারিতাকেও ফাঁকি দেওয়ার সক্ষমতা অর্জন করে থাকেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ কারণে নতুন ধরন ওমিক্রনকে বলা হচ্ছে ‌‌‌'সুপার ভ্যারিয়েন্ট'।

ওমিক্রনের কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি দেশ। হংকং এবং বেলজিয়ামেও নতুন ধরনটির খোঁজ মিলেছে বলে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে। 

Link copied!