রাশিয়ার উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৬, ২০২১, ০৬:২৯ পিএম

রাশিয়ার উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ফ্রান্সের

রাশিয়ার পুতিন বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে নিয়ে উদ্বেগ  প্রকাশ করে, মস্কোর উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স। দেশটি স্পষ্টতই জানিয়েছে, আলেক্সেই নাভালনিকে মুক্তি না দিলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেবে ফরাসি প্রশাসন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেন-ভেস লি ড্রিয়ান জানান, নাভালনির কারাগারে মৃত্যু হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার প্রশাসনকেই দায় নিতে হবে।

এ বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টত জানান,নাভালনির মৃত্যু হলে পুতিন ও তার প্রশাসনকেই বিচারের মুখোমুখি হতে হবে। আশা করছি, এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার আগেই রুশ সরকার এ বিষয়ে সমাধানে পৌঁছাবে।

এছাড়া  ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে নাভালনির মুক্তির দাবি জানিয়েছেন নরওয়ে, নেদারল্যান্ডসসহ সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও। তারা এ ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত নাভালনির মুক্তির দাবি জানিয়েছেন।

টানা তিন সপ্তাহ ধরে কারাগারে অনশনে থাকা রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনি ইস্যুতে বরাবরই কঠোর অবস্থানে  মস্কো।

নাভালনির মুক্তির দাবীতে চলা বিক্ষোভ থেকে দেড় হাজার আন্দোলনকারীকে আটকের পর ক্ষোভ বাড়ে স্থানীয়দের মধ্যে। নাভালনিসহ আটক আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে পুতিন প্রশাসনের তীব্র নিন্দা জানান তারা।

স্থানীয়দের একজন বলেন, বিক্ষোভে আমি ছিলাম না। তাই এতে আমার সমর্থন আছে কি না সে উত্তরও দিতে চাই না। কিন্তু আন্দোলন করার অধিকার সব নাগরিকের আছে। হাজার হাজার বিক্ষোভকারীকে ধরে নিয়ে যাওয়ার কোনও কারণ দেখি না।

অপরজন বলেন, নাভালনি পুতিনের চেয়ে হয়তো ভালো সরকার দেবে না। মেনে নিলাম। কিন্তু সমালোচনা করার দায়ে তাকে যদি জেলেই মরতে দেয় তাহলে সরকার চরম ভুল করবে এবং তার মাশুলও গুনতে হবে প্রশাসনকে।

কারাবন্দি অবস্থায় পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে অনশন শুরু করেন আলেক্সেই নাভালনি। এতে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা আন্তর্জাকিত  মহলে। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ও সংগঠন নাভালনিকে মুক্তি দেওয়ার আহ্বান জানান পুতিন সরকারের প্রতি।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

Link copied!