জুন ২৪, ২০২৩, ০২:৩৩ পিএম
ইউক্রেনের বাখমুত শহর দখলে পুরো কৃতিত্বের দাবিদার রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুতিন প্রশাসন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মস্কো অভিমুখে যাত্রার ঘোষণা দেওয়া পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় শনিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুতিনের কার্যালয় ক্রেমলিন।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা, যুক্তরাজ্যের বিবিসি ও রয়টার্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বেসরকারি তথা ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের ২৫ হাজার সৈন্য দেশটির সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাজধানীর মস্কোর পথে যাত্রা শুরু করেছে। এ অবস্থায় রাজধানী মস্কোসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা করেছে পুতিন প্রশাসন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলোর প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেন সীমান্তের অনেক এলাকায় এরই মধ্যে রুশবাহিনী ও ওয়াগনারের যোদ্ধারা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন রোস্তভের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মস্কো যাওয়ার হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
অন্যদিকে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ান বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছেন। হুশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যারাই সামনে আসবে, সর্বশক্তি দিয়ে তাদের মোকাবিলা করা হবে।
এর আগে, গতকাল শুক্রবার রুশবাহিনীর অন্যতম সহযোগী ও বেসরকারি সামরিক বাহিনী পিএমসি ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন (৬২) এক অডিও বার্তায় বিদ্রোহ ঘোষণা করেন।
বিদ্রোহের ঘোষণায় ইয়েভগেনি প্রিগোঝিন বলেন, “তারা (রুশবাহিনী) বেশ কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন সেনা শিবিরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় আমাদের অনেক সহযোদ্ধা সেনা সদস্য হতাহত হয়েছেন।”
ওয়াগনার গ্রুপ প্রধান বলেন, “এ কারণে পিএমসি ওয়াগনারের সর্বোচ্চ নির্বাহী ফোরাম কমান্ডার্স কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে যে, সামরিক নেতৃত্বের হাত থেকে রাশিয়াকে অবশ্যই রক্ষা করতে হবে।”
মস্কো অভিমুখে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ওডিও বার্তায় ইয়েভগেনি প্রিগোঝিন বলেন, “আমাদের বাহিনীর ২৫ হাজার সদস্যের এই অভিযানে কেউ প্রতিরোধ করতে চাইলে তা প্রতিরোধসহ তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হবে।
অডিও বার্তায় ওয়াগনার গ্রুপ প্রধান রাশিয়ার প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী এবং দেশটির সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমোভের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পিএমসি ওয়াগনারের শীর্ষ কমান্ডার এসময় তাদের ‘নোংরা বিশ্বাসঘাতক’ উল্লেখ করে বলেন, “আমরা তাদের নোংরামোর শেষ দেখতে চাই। আমরা কোনো সেনা অভ্যুত্থান করছি না, তবে ন্যায়বিচার পাওয়ার জন্য এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”