শি জিন পিং নীরব কেন?

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৭, ২০২১, ০৫:১০ পিএম

শি জিন পিং নীরব কেন?

চলতি সপ্তাহে বিশ্ব নেতারা যখন করোনা মহামারি, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য ইস্যুতে আলোচনার বসতে যাচ্ছেন সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং নিজ ঘরে ব্যস্ত সময় পার করছেন। দেশটিতে জ্বালানি সঙ্কট, করোনা মহামারির ছড়িয়ে পড়ার কারণে অর্থেনৈতিক প্রবৃদ্ধি অনেকটা কমে গেছে। ফলে শি জিন পিং প্রবর্তিত ‘সবার জন্য উন্নয়ন’ ক্যাম্পেইন বাঁধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এদিকে, চীন সম্প্রতি হাইপারসোনিক মিসাইল টেস্ট করার পর এই অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনাও ক্রমশ বাড়ছে। তাইওয়ানকে জাতিসংঘে সমর্থন দেওয়ার জন্য দোষারোপ করেছে।

তবে এত কিছুর মধ্যে শি’র প্রধান টার্গেট হলো দেশটির নাগিরিকদের জীবন মানের উন্নয়ন করা। এমনকি শি তাইওয়ানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে চীনা কমিউনিস্ট পার্টির শক্তি ক্ষয় এবং অভ্যন্তরীণ কোন্দল বাড়াতে চান না। একইসঙ্গে, তিনি তার ক্ষমতাকে দূর্বল করতে চান না।    

সে কারণেই আগামী মাসটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আগামী মাসেই কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নীতি নির্ধারকরা জমা হবেন বেইজিংয়ে। সেখানেই চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব বদল হতে পারে। তবে সব ঠিক থাকলে শি জিন পিং প্রেসিডেন্টন হিসেবে তৃতীয় মেয়াদে টিকে যাবেন।

Link copied!