‘প্রয়োজনে রুশ সেনাদের সাথে বেলারুশের সেনারাও যোগ দেবে’

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০২:১৫ এএম

‘প্রয়োজনে রুশ সেনাদের সাথে বেলারুশের সেনারাও যোগ দেবে’

ইউক্রেনে রুশ অভিযানে প্রয়োজনে বেলারুশের সেনারাও অংশ নেবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তবে ইউক্রেন অভিযানে এখনও বেলারুশের সেনার অংশগ্রহণ করেনি বলে নিশ্চিত করেছেন তিনি।  

বৃহস্পতিবার বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলটার বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ দিয়ে ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে প্রবেশ করে রাশিয়ার সেনারা। রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ট মিত্র দেশ হিসেবে পরিচিত বেলারুশ থেকে ইউক্রেনের উত্তরাঞ্চলেও প্রবেশ করেছে রুশ সেনারা।

বেলারুশের প্রেসিডেন্ট বলেন, “আমি আবার বলছি, আমাদের সেনারা সেখানে (ইউক্রেন) নেই। তবে যদি প্রয়োজন পড়ে, যদি বেলারুশ ও রাশিয়ার দরকার হয়, তাহলে তাঁরাও অংশ নেবেন।”

পুতিনের ঘোষণার পর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকেই ইউক্রেনের স্থল, আকাশ ও নৌপথে হামলা চালায়রাশিয়া। হামলা শুরুর পরপরই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয়। রাজধানী কিয়েভেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। প্রাণভয়ে শহরটির বাসিন্দারা হন্যে হয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন।

এদিকে হামলার পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে কিয়েভও। ছয়টি রুশ যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি তাদের। অন্যদিকে, রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা একটি শহরে হামলা করার পর তা প্রতিহত করার সময় প্রায় ৫০ জন ‘দখলদার রুশ’ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। তবে এর সত্যতা কোনোভাবেই যাচাই করা যায়নি।

Link copied!