ড. ইউনূসের ওপর ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১১, ২০২৩, ০২:৫৭ এএম

ড. ইউনূসের ওপর ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ড. ইউনূস আমাদের সুখে দুঃখে নেই। তাকে আপন মানুষ ভাববো কেমন করে? যে বিবৃতি তিনি ছাপিয়েছেন তার খরচ দুই মিলিয়ন ডলার। কোথা থেকে এলো এত টাকা? ড. ইউনূসের ওপর ভর করেছে বিএনপি। ওয়ান ইলেভেনের মতো নাগরিক কমিটি করে সুশীল সরকার গঠনের দিন চলে গেছে। বাংলাদেশের মানুষ মনে মনে ঠিক করে নিয়েছে কাকে ভোট দিবে। দেশের ৭০ পার্সেন্ট মানুষ শেখ হাসিনার পক্ষে।  

রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে যুবলীগের উদ্যোগে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মনোনয়ন বাণিজ্যের জন্য বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসী দল নয়, সাম্প্রদায়িক ও অপকর্মের দল নয়। আওয়ামী লীগ সত্যের পক্ষে, জনগণের পক্ষে তাদের সুদৃঢ় অবস্থান যেকোন মুহূর্তে জানান দেয় ও দিতে পারে।

তিনি বলেন, কে নিষেধাজ্ঞা দিলো, কে ভিসানীতি প্রয়োগ করল- এসবে আওয়ামী লীগ ভয় পায় না। আওয়ামী লীগের শক্তি জনগণ। জনগণের সেই শক্তিকে নিয়েই আগামী নির্বাচনে যাচ্ছে আওয়ামী লীগ।

‘আগামী নির্বাচন বলে দিবে কে বাংলাদেশের ক্ষমতার মঞ্চে থাকবে। বুঝেশুনে সিদ্ধান্ত নিন। নির্বাচনে আসেন। মোকাবিলা হবে ইলেকশনে। ফাইনাল খেলা ইলেকশনে।’

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, এই প্রতিষ্ঠান জন্মলগ্ন থেকেই এদেশের যুবসমাজের পাশে আছে, সঙ্গে আছে এবং তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম উন্নয়ন সর্বক্ষেত্রে তাদের জ্বলন্ত উদাহরণ রয়েছে। আমি মনে করি যুবলীগ রাজপথে আন্দোলন-সংগ্রামে এক বৈশাখী ঝড়, যুবলীগ উত্তাল সাগরের যৌবনের তরঙ্গমালা। তিনি আরও বলেন, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে যুবলীগ সারা দেশে শুরু করেছে। রাজনীতিতে যুবলীগের সাংগঠনিক কার্যক্রমে এটাই সবচেয়ে ভালো কাজ।

Link copied!