দেশবিরোধী চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে : নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৫, ২০২৩, ০৩:২১ এএম

দেশবিরোধী চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে : নৌপ্রতিমন্ত্রী

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। দেশ বিরোধীচক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে। 

শনিবার বিকেলে দিনাজপুরের সেতাবগঞ্জের কেন্দ্রীয় শ্মশান প্রাঙ্গণে ‍‍‍‍`শুভ মহালয়া‍‍‍‍` উপলক্ষ্যে আয়োজিত মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খালিদ এই মন্তব্য করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করছে বিধায় শারদীয় দুর্গোৎসব উদযাপনের সাহসী আবহাওয়া বাংলাদেশের তৈরি হয়েছে। নির্বাচনকে ঘিরে যেমন সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে, তেমনি এই সংকটকে ঘিরে শারদীয় দুর্গাপূজায় ব্যবহার হতে পারে। এই জায়গাটায় সকলকে সতর্ক থাকতে হবে।

প্রতিমন্ত্রী এর আগে বিরলের ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ বাংলাদেশের উন্নয়নের জন্য-দেশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য রাজনীতি করে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এ্যাড. মো. রবিউল ইসলাম (পিপি)।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলেন চন্দ্র দেব শর্মা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম ও অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু।

Link copied!