এবার পুলিশ কর্মকর্তা টিপ নিয়ে করলেন আপত্তিকর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৫, ২০২২, ০৭:৫৫ এএম

এবার পুলিশ কর্মকর্তা টিপ নিয়ে করলেন আপত্তিকর মন্তব্য

টিপ নিয়ে আরও এক পুলিশ সদস্য আপত্তিকর মন্তব্য করেছেন। রাজধানী‌তে টিপ পরায় এক নারীকে পু‌লি‌শের হেনস্তার প্র‌তিবাদকারী‌দের সমা‌লোচনা ক‌রে‌ তিনি এক ফেসবুক পোস্টে নারীদের হেয় করে নানা মন্তব্য লিখেছেন। লিয়াকত আলী নামের ওই পুলিশ কর্মকর্তা সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

সোমবার দুপু‌রে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে টিপকাণ্ডের প্রতিবাদকারীদের বিদ্রূপ করেন লিয়াকত। এতে নারীর পোশাক নিয়েও আপত্তিকর মন্তব্য করেন তিনি। বিতর্কিত পোস্ট দেওয়ায় সোমবার রা‌তে পরিদর্শক লিয়াকত আলীকে ক্লোজ করা হ‌য়ে‌ছে। সেই সঙ্গে বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, ‘এসপি ফরিদ উদ্দিন আজ (সোমবার) সারাদিন অন্য একটি ঘটনার তদন্তে জৈন্তাপুর ছিলেন। রাতে তিনি স্ট্যাটাসের বিষয়টি জেনে লিয়াকতকে ক্লোজ করার নির্দেশ দেন। সেই সঙ্গে তদন্তের জন্য কমিটি গঠন করেন। ওই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে লিয়াকত লেখেন:

‘প্রসঙ্গ: টিপ নিয়ে নারীকে হয়রানী। ফালতু ভাবনা:- (18+)। টিপ নিয়ে নারীকে হয়রানির করার প্রতিবাদে অনেক পুরুষ নিজেরাই কপালে টিপ লাগাইয়া প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমি ভবিষ্যৎ ভাবনায় শংকিত। বিভিন্ন শহরে অনেক নারীরা যেসব খোলামেলা পোশাক পরে চলাফেরা করেন- তারমধ্যে অনেকেরই ব্রায়ের ওপরে দিকে প্রায় অর্ধেক আন-কভার থাকে। পাতলা কাপড়ের কারণে বাকি অর্ধেকও দৃশ্যমান থাকে। এখন যদি কোনো পুরুষ এইভাবে ব্রা পরার কারণে কোনো নারীকে হয়রানি করে তবে কি তখনও আজকে কপালে টিপ লাগানো প্রতিবাদকারী পুরুষগণ একইভাবে ব্রা পরে প্রতিবাদ করবেন???’

Link copied!