বৃষ্টিস্নাত মেসি, জিতেছে মিয়ামি

স্পোর্টস ডেস্ক

মে ১৯, ২০২৪, ০৬:২১ এএম

বৃষ্টিস্নাত মেসি, জিতেছে মিয়ামি

প্রবল বৃষ্টি লিওনেল মেসি ও ইন্টার মিয়ামিকে আটকাতে পারেনি। মেজর লিগ সকারে মিয়ামি ১-০ গোলে হারায় ডিসি ইউনাইটেডকে। মেসি অবিশ্বাস্য খেলেছেন। শুধু গোলটাই পাননি। 

১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে মিয়ামি। ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট পয়েন্ট সিনসিনাটির। তাদের শীর্ষে আসার সুযোগ রয়েছে। 

মেসি একাদশে থেকে দলকে জেতালেন। অবশ্য জয়সূচক গোলটি করেছেন লিওনার্দো কামপানা। আর সেটা যোগ করা সময়ে (৯০+৪)। 

Link copied!