ওএমএসের ১০০০ বস্তা চাল-আটা, সাড়ে ৬ লাখ টাকাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

জুন ২৩, ২০২৩, ০৪:২৩ এএম

ওএমএসের ১০০০ বস্তা চাল-আটা, সাড়ে ৬ লাখ টাকাসহ গ্রেফতার ১

সংগৃহীত ছবি

রাজধানীতে ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির চাল ও আটা কালোবাজারির মাধ্যমে মজুদ ও বিক্রি করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম মো আসাদুজ্জামান বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মতিঝিল জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে গতকাল বুধবার ডেমরা থানার আমুলিয়া মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আতিকুল ইসলাম বলেন, ডেমরার আমুলিয়া মডেল টাউন চেয়ারম্যান বাড়ি এলাকার একটি গোডাউনে ওএমএসের চাল ও আটা অবৈধভাবে বিক্রির জন্য প্যাকেজিং করা হচ্ছে, গোপনে এমন তথ্য পেয়ে গতকাল বুধবার গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এ সময় গোডাউনের ভেতর থেকে ৭০০ বস্তা আটা, ৩০৭ বস্তা চাল ও ৬ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথামিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসাদুজ্জামান জানায়, সহযোগীদের নিয়ে তিনি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কালোবাজারির মাধ্যমে ওএমএসের চাল ও আটা সংগ্রহ করতেন। পরে সেগুলো প্যাকেট পরিবর্তন করে বিভিন্ন ব্র্যান্ডের নামে বস্তায় প্যাকেজিং করে বিক্রি করা হতো। এ ঘটনায় আসাদুজ্জামানের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Link copied!