যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ হেরিটেজ ডে’ উদযাপন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৪, ১২:২৪ পিএম

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ হেরিটেজ ডে’ উদযাপন

‘বাংলাদেশ হেরিটেজ ডে’ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ হেরিটেজ ডে’ উদযাপন করেছেন সান ফ্রান্সিসকো বে এরিয়া বাংলাদেশিরা। দিবসটি উপলক্ষে রবিবার (১৩ এপ্রিল) পেপ্যাল পার্ক স্টেডিয়ামে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়।

এর আগে আয়োজিত সাংষ্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেেশি নৃত্যশিল্পীরা বিশ্ব দরবারে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেন।

এসময় গ্যালারি থেকে লাল- সবুজের রংয়ে বাংলাদেশ – বাংলাদেশ বলে স্লোগানে মুখরিত করে প্রবাসী বাংলাদেশিরা। এসময় বাতাসে ভেসে উঠে ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে এবং চার ছক্কা হই হই‍‍`- এই গান দুটো। মনোমুগ্ধকর এই পরিবেশনা করে ‘Bangladeshis in the Bay’ দল।

এই আয়োজনে পৃষ্টপোষকতা করেন সান হোজে আর্থকুয়েকস মাকেটিং ভাইস প্রেসিডেন্ট টুটুল রহমান এবং জিয়া করিম। সার্বিক তত্বাবধানে ছিলেন কাজী শাহরিয়ার রহমান। নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করেন তাহরিনা আহমেদ রুমু, হুমায়রা আজিজ, তাসনিম রিয়া, অর্চি দাসগুপ্তা, সাঞ্জিনা হাসান, সোফিয়া রহমান, আরুশা, ফাহিম করিম, আরমান এলাহি, রাহামিন হোসেন, আবরার জামাল, আনজার জামাল, জেরিন পুলম, খাদিজা পিউ, প্রিয়তি, তাহমিনা ইমাম এবং কাওসার জামাল।

এছাড়া স্থানীয় বাংলাদেশি ফুটবল খেলোয়াড়দের একটি প্রতিনিধি দলকে মাঠে নিয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করেন সান হোজে আর্থকুয়েকস কর্তৃপক্ষ। সুন্দর এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য সান হোজে আর্থকুয়েকস অথরিটি এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান স্থানীয় বাংলাদেশি জ্যামিং এন্টারটেইনমেন্টের সিইও আজিজ চৌধুরী ।

Link copied!