সৃজিতের সাপের ভয়েই কি আবার এক হচ্ছেন তাহসান-মিথিলা?

শোবিজ ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৪, ০৭:২১ এএম

সৃজিতের সাপের ভয়েই কি আবার এক হচ্ছেন তাহসান-মিথিলা?

তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা।

শোবিজ জগতে সৃজিতের সাপ পোষার খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই চাঞ্চল্যের সূত্র ধরেই কি তবে সৃজিতের সংসার ভেঙে যাচ্ছে?

পশ্চিমবঙ্গের বন দপ্তর থেকে যাবতীয় প্রয়োজনীয় অনুমতি নিয়েই একটি পাইথন কিনে আনেন তিনি। সম্প্রতি দেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা অভিযোগ করেছেন, বাড়িতে একের পর এক সাপ আনছেন সৃজিত। এর আগে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সৃজিতের স্ত্রী বলেছিলেন, তিনি নাকি সাপের ভয়েতেই বাড়ি ঢুকতে পারছেন না।

এবার নতুন করে শোনা গেল, দীর্ঘ বিচ্ছেদের পর তাহসানের সঙ্গে জুটি বাঁধছেন মিথিলা। তবে কি সৃজিতের সাপের ভয়েই তাহসানের সঙ্গে যাচ্ছেন মিথিলা? না, আদতে তা নয়।

অনেক গণমাধ্যমের খবরেই বলা হচ্ছে, ৭-পর্বের একটি ওয়েব সিরিজে তাদের একসঙ্গে দেখা যাবে। সিরিজটির নাম ‘বাজি’। নির্মাণ করছেন আরিফুর রহমান। এর আগে ‘মাটির প্রজার দেশ’ নামে নাটকীয় একটি পারিবারিক সিনেমা নির্মাণ করে সাড়া ফেলেছিলেন এই নির্মাতা।

নতুন ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে তাহসান-মিথিলা দুজনেই জানাতে চাইছেন না। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এর মধ্যেই সিরিজটির প্রথম ধাপের শুটিং হয়ে গেছে। একটি চার তারকা মানের হোটেলে দুই মাস আগে এই শুটিং হয়। সিরিজে তাহসান অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে। আর মিথিলাকে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে।

তাহসান-মিথিলা ছাড়াও সিরিজটিতে আরও কয়েকজন তারকা অভিনয় করেছেন। এটি নির্মিত হচ্ছে দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য। চলতি বছরই মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।

Link copied!