বান্দরবানে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার, পরনে ছিল কেএনএফ পোশাক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৮, ২০২৪, ০১:৪৩ পিএম

বান্দরবানে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার, পরনে ছিল কেএনএফ পোশাক

সংগৃহীত ছবি

বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) দুই জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রবিবার বাকলাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযান শেষে আরও দুই জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার সকালে রুমা ও থানচির বাকলাই এলাকায় দুটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা কে বা কারা সে বিষয়ে জানা না গেলেও কেএনএফের পোশাক পরিহিত বলে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যায়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, ‘দুই জন কেএনএফ সদস্য নিহতের খবর পেয়ে আমাদের পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হবে। তবে এখনও সে সব এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।’

উল্লেখ্য, ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ও থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফের ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Link copied!