ছবি: সংগৃহীত
২০১৮ সালে মার্কিন মডেল হেইলিকে বিয়ে করেন মার্কিন সংগীতশিল্পী জাস্টিন বিবার। বিয়ের দীর্ঘ ৬ বছর পর বাবা হতে যাচ্ছেন বিবার। আর সেই খুশিতেই আবারও বিয়ে করছেন নিজের স্ত্রী হেইলিকেই।
জানা গেছে, বেশ কিছু দিন ধরেই হলিউডে গুঞ্জন চলছিল হেইলি মা হতে চলেছেন। কিন্তু এ বিষয়ে বিবার বা হেইলি কোনও মন্তব্য না করায় ভক্তদের জল্পনা-কল্পনা আরও বাড়তে শুরু করে এ সেলিব্রেটি দম্পতিকে ঘিরে। অবশেষে সন্তান আসার খুশিতে খ্রিস্টান রীতিনীতি অনুযায়ী ফাদারের সামনে দাঁড়িয়ে আবারও বিয়ে করলেন এই জুটি। বিবার জানান, খুব শিগগিরই তাদের সংসারে নতুন অতিথি আসছে।
অনেকটা চুপিসারেই বিয়ে করে নেন জাস্টিন-হেইলি। বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। বিয়ের চার বছর পূর্তিতে তাদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। আর বিয়ের ৬ বছর পর অবশেষে পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন জাস্টিন।
২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় বিবার ও সেলেনা গোমেজের। অনেকেই মনে করেন, গায়িকা-অভিনেত্রী সেলেনার কাছ থেকে জাস্টিনকে ছিনিয়ে নেন হেইলি।