দুই স্ত্রী থাকলে দুই লাখ রুপি! উঠেছে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২৪, ১১:৫৭ পিএম

দুই স্ত্রী থাকলে দুই লাখ রুপি! উঠেছে বিতর্ক

ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কংগ্রেস ক্ষমতায় এলে দরিদ্র পরিবারের নারীদের বছরে এক লাখ রুপি করে দেবেন। এমনই প্রতিশ্রুতি দিয়েছেন মধ্যপ্রদেশের রতলাম আসনের কংগ্রেস প্রার্থী কান্তিলাল ভুরিয়া। অর্থাৎ যার দুই স্ত্রী আছে, তারা বছরে দুই লাখ রুপি পাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় তিন লাখ টাকা।

লোকসভা ভোটের ইশতেহারে ‘মহালক্ষ্মী যোজনা’ নামে একটি প্রকল্পের ঘোষণা শেষে এই প্রতিশ্রুতি দেন কান্তিলাল ভুরিয়া। তার এই প্রতিশ্রুতিকে প্রশংসার চোখে দেখছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। প্রচারে তিনি বলেন, “কান্তিলাল ভালো একটি প্রতিশ্রুতি দিয়েছেন। আমার মনে হয়, তার এই প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য। তাই আপনারা কংগ্রেসে কেন্দ্রে ক্ষমতাসীন করুন।”

এদিকে কান্তিলালের এই প্রতিশ্রুতিকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে বিতর্ক উঠেছে। নানা জন নানা মন্তব্য করে চলেছেন। এরই মধ্যে ‘সস্তার প্রচার’ বলে উল্লেখ করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দলটির মুখপাত্র নরেন্দ্র সালুজা বলেন, “কংগ্রেসের চিন্তাভাবনা খুবই সস্তা। তাই দুটো বিয়ে করলে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।”

গত বৃহস্পতিবার এক নির্বাচনী প্রচারে ‘মহালক্ষ্মী যোজনা’ নিয়ে বক্তব্য রাখেন কান্তিলাল। এ সময় তিনি বলেন, “কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে, সব নারীর অ্যাকাউন্টে ১ লাখ রুপি করে জমা হবে। আমাদের নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি দেওয়া রয়েছে। যাদের দুজন স্ত্রী আছেন, তারাও দুই লাখ রুপি পাবেন।”

আগামী ১৩ মে চতুর্থ দফার নির্বাচনে মধ্যপ্রদেশের রতলামে ভোটগ্রহণ হবে। এই আসনে কংগ্রেস প্রার্থী কান্তিলালের বিরুদ্ধে মধ্যপ্রদেশের বনমন্ত্রী নাগর সিংহ চৌহানের স্ত্রী অনিতা চৌহানকে প্রার্থী করেছে বিজেপি।

সূত্র: এনডিটিভি

Link copied!