নতুনবাজার, বাড্ডা, রামপুরা, পল্টন, মতিঝিল, গুলিস্তান, মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির খবর এসেছে। তবে এই বৃষ্টির পরিমাণ কোথাও কম, কোথাও বেশি ছিল।
শনিবার (১১ মে) সকাল পৌনে আটটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। বৃষ্টিতে নগরজুড়ে ফিরেছে স্বস্তি। এছাড়া ভোর থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। সঙ্গে আকাশের গর্জন। এমন অবস্থার মধ্য সাতটার পরই বৃষ্টি শুরু হয়।
বৃষ্টিতে ঘরের বাইরে বেরোনো ব্যবসায়ী ও কর্মজীবীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। বৃষ্টি থেকে রক্ষা পেতে তারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। কাউকে কাউকে আবার বিভিন্ন দোকান-মার্কেটের বারান্দায় আশ্রয় নিতেও দেখা গেছে।