করোনাকালে সরকারের উদাসীনতায় মানুষ কষ্ট পাচ্ছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২১, ২০২১, ১১:৪০ পিএম

করোনাকালে সরকারের উদাসীনতায় মানুষ কষ্ট পাচ্ছে: ফখরুল

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তোর প্রতিরোধে সরকারের উদাসীনতা আর অয়োগ্যতায় দেশের মানুষ কষ্ট পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ‍মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি মহামারিকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলারও  আহ্বান জানান।

বুধবারে (২১ জুলাই) ঈদ ‍উল আজহার দিন ঈদের জামাত শেষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

মির্জা ফখরুল  বলেন, ‘করোনা মহামারির সময় সরকারের উদাসীনতা আর অযোগ্যতায় দেশের মানুষ কষ্ট পাচ্ছে। দেশবাসীর জন্য দোয়া করি যেন সবাই করোনা থেকে মুক্ত হতে পারেন।’

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, মিথ্যা মামলায় কারাবন্দী বেগম জিয়া এবং নির্বাসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর লাখ লাখ মানুষ গুম-খুনের শিকার হচ্ছেন।

এ সময় অন্যৈদের মধ্যে উপস্থিত ছিলৈন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু।

Link copied!