কোনো দুশ্চিন্তা নেই, দেশের দায়িত্বে আছেন শেখ হাসিনা: জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২, ২০২২, ০৩:২৭ এএম

কোনো দুশ্চিন্তা নেই, দেশের দায়িত্বে আছেন শেখ হাসিনা: জাফর ইকবাল

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে দেশে জ্বালানি তেল থেকে শুরু করে বিভিন্ন খাদ্যের দাম বেড়েছে। এ নিয়ে সারাদেশে হইচই শুরু হয়। তখনও আমার ভেতরে কোনো দুশ্চিন্তা নেই, কারণ দেশের দায়িত্বে আছেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার গৌরব ৭১-এর আয়োজনে এবং শেখ রাসেল ফাউন্ডেশন (ইউএসএ ইন্ক) দেবিদ্বার শাখার সহযোগিতায় দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া আব্দুল গফুর (এজি) মডেল একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুদ্ধের কারণে আমাদের দেশে তেলের দাম বেড়ে গেল, দেশে হইচই শুরু করল, তেলের দাম বেড়ে গেল, খাবারের দাম বেড়ে গেল, কী হবে? কী হবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব জানেন, তিনি আমাদের সমস্ত সমস্যার কথা জানেন, উনি সব সামলাবেন, আমরা উনার হাতে সব দায়িত্ব দিয়ে বসে আছি।

দুয়ারিয়া আব্দুল গফুর (এজি) মডেল একাডেমির অধ্যক্ষ মো. আবু সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কোভিড-১৯ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের ব্যাখা দিয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, বাংলাদেশে বিদেশের বড় বড় পত্রিকায় বড় বড় আর্টিকেল ছাপা হলো- বাংলাদেশে কত লোক মারা গেল, কেউবা বলেন ২ মিলিয়ন, কেউবা বলেন ৪ মিলিয়ন। সব মিলিয়ে ১০ হাজারও মারা যায়নি। শেখ হাসিনা দ্রুত টিকাদানে সব সামলে নিলেন।

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশে প্রেক্ষাপট নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ একই জিনিস আসলে। পৃথিবীতে খুব কম দেশই আছে যেখানে একটি রাষ্ট্র এবং একটি দেশের মানুষের নাম এক সঙ্গে উচ্চারণ করা যায়। একটার বদলে আর একটা উচ্চারণ করা যায় না।

অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীতে একটা ভয়ংকর ঘটনা ঘটেছে, সেটার নাম ফেসবুক। ফেসবুকে অনেক সময় নষ্ট হয়, এন্ড্রোয়েড মোবাইল ফোনের মূল প্রাণ। তোমরা যেহেতু নতুন প্রজন্মের মানুষ তাই নতুন টেকনোলজি তোমাদের হাতে থাকবে। কিন্তু তোমরা খেয়াল রাখবে এই যে নতুন প্রযুক্তি তারা কিন্তু তোমাদের ব্যবহার করে। তোমরা চেষ্টা করবে প্রযুক্তি ব্যবহার করতে, তোমাদের যেন ব্যবহার না করতে পারে। আর তোমাদের বই পড়ায় বেশি বেশি আগ্রহী হতে হবে।

Link copied!