জাতীয় নির্বাচনের তারিখ: আগের তথ্য অস্বীকার করে যা বললেন ইসি মো. আলমগীর

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৩:১৩ এএম

জাতীয় নির্বাচনের তারিখ: আগের তথ্য অস্বীকার করে যা বললেন ইসি মো. আলমগীর

দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ সংক্রান্ত দেওয়া তথ্য অস্বীকার করে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

গত বছরের ১৪ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে দ্বাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেছিলেন, ‘‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ডিসেম্বরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। আর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ২০২৩ সালের নভেম্বরে।’

দ্বাদশ ভোটের কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন বিষয়ক ওই অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসির অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।

তবে এই তথ্য পুরোপুরি অস্বীকার করে ইসি আলমগীর মঙ্গলবার বলেন, “আমরা কখনও বলিনি ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা বলেছি, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেকোনো দিন নির্বাচন হবে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।”

সংবাদ সম্মেলনে চলতি বছরের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির ২৯ তারিখের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কখন ভোট হবে কমিশন সভায় চূড়ান্ত হবে বলেও তিনি জানান।

Link copied!